বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরেই ঘরছাড়া তাঁরা। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলায় বৌবাজার এলাকায় একাধিক বাড়িতে ধরেছে ফাটল। আতঙ্কে বাড়ি ছেড়ে কার্যত উদ্বাস্তুর মতো দিন কাটাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। অবশেষে তাঁদের জন্য এল বড় আপডেট। দ্রুতই তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এগিয়ে আনা হয়েছে নির্ধারিত সময়সীমাও।
বৌবাজারের গৃহহীনদের পুনর্বাসন নিয়ে আপডেট ফিরহাদ হাকিমের (Firhad Hakim)
সোমবার পুরসভায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় মেয়রের উপস্থিতিতে। সেখানে উপস্থিত ছিলেন বৌবাজারের (Bowbazar) ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতিনিধি, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সহ কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের শীর্ষ আধিকারিকরা। ওই বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, খুব শীঘ্রই পুরসভার সঙ্গে একটি মৌ সাক্ষরিত হবে। তারপরেই পুনর্বাসন প্রকল্পের খসড়া সামনে আনা হবে।
কবে ঘরে ফিরবেন গৃহহীনরা: সেপ্টেম্বর অক্টোবরেই প্রাথমিক কাজ শেষ হয়ে যাবে। তারপরেই পুনর্বাসনের জন্য নতুন বাড়ি তৈরি শুরু হয়ে যাবে বলে কেএমআরসিএল প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আগে জানা গিয়েছিল, ২০২৭ সাল নাগাদ শেষ হবে পুনর্বাসনের কাজ। তবে এদিন মেয়র জানান, এক বছর লাগবে না। ৯ মাসের মধ্যেই নতুন বাড়ি পেয়ে যাবেন বৌবাজারের বাস্তুহারারা। অর্থাৎ ২০২৬ এর পুজোর আগেই পুনর্বাসন সম্পূর্ণ হবে বলে আশার আলো দেখিয়েছেন মেয়র (Firhad Hakim)।
আরও পড়ুন : দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, শান্তনু-সুব্রতর দ্বন্দ্ব থেকেই এবার রাজনীতির নতুন অধ্যায় শুরু ঠাকুর পরিবারে?
তিন মাস অন্তর রিপোর্ট: জানা যাচ্ছে, বৈঠকে আরও ঠিক হয়েছে, বাড়ি নির্মাণের কাজ কতদূর কী এগোচ্ছে তা জানার জন্য প্রতি তিন মাস অন্তর রিপোর্ট দেওয়া হবে। পুরসভার তরফে পূর্ত এবং জল সরবরাহ সংক্রান্ত পরিকাঠামোর কাজগুলি সম্পন্ন করা হবে। পাশাপাশি নতুন বাড়ি তৈরি হওয়ার পর আগামী ১০ বছরের জন্য বাড়িগুলির স্থায়িত্ব এবং গুণগত মান পরীক্ষার দায়িত্ব দেওয়া হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দলের উপরে। মেট্রো চলাচলের জেরে নতুন করে যদি কোনও বাড়ি ক্ষতিগ্রস্ত হয় তবে কেএমআরসিএল এর তরফে তার সম্পূর্ণ দায়ভার নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র (Firhad Hakim)।
আরও পড়ুন : ভরা মরশুমেও হাত দেওয়া যাচ্ছে না ইলিশে, ২ কেজি ওজনের মাছ যে দামে বিকোলো… বিশ্বাসই হবে না
২০২৩ সালে ২৪ টি বাড়ি নির্মাণের বিষয়ে কলকাতা পুরসভা অনুমোদন দিয়েছে বলে জানান মেয়র। সেই ২০১৯ এ ইস্ট ওয়েস্ট মেট্রোর জন্য টানেল খননের সময় বৌবাজার এলাকা জুড়ে বহু পুরনো বাড়ি ধসে পড়ে প্রায় শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছিল। তারপর থেকে একাধিক বার ফিরে এসেছে একই সমস্যা। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় নতুন মেট্রো রুটের উদ্বোধনের সময়ও বৌবাজারে বিক্ষোভ দেখান গৃহহীনরা। সন্ধ্যায় তাঁদের অবস্থান মঞ্চে পৌঁছান ফিরহাদ হাকিম। পুনর্বাসন নিয়ে আশ্বস্ত করেন তাঁদের। অবশেষে এই বৈঠকের পর ফের আশার আলো দেখছেন তাঁরা।