একটা পটকা ফাটলেও ওঁরা চলে আসছে! মোমিনপুর কাণ্ডের তদন্ত NIA-র কাছে যাওয়ায় বললেন ফিরহাদ

বাংলাহান্ট ডেস্ক : এলাকায় একটা পটকা ফাটলেই হাজির হয়ে যাচ্ছে এনআইএ (NIA)! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহার করা হচ্ছে। এমনই অভিযোগ করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি এদিন প্রশ্ন তোলেন, ‘মোমিনপুরে কেন এনআইএ আসবে? আমি চেতলায় বড় হয়েছি। তিন ঘণ্টা ধরে বোমাবাজি দেখতাম। বামফ্রন্ট আমলে তো দেখিনি যে এনআইএ এসেছে’।

প্রসঙ্গত, মোমিনপুরকাণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেয় রাজ্য বিজেপি নেতৃত্ব। পুলিস নয়, এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয় সেই চিঠিতে। এমনকী, দুটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয় হাইকোর্টে। ১২ অক্টোবর সেই মামলাটির শুনানি হয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে।

এর মোমিনপুর হিংসায় রাজ্য পুলিসের ডিজিকে সিট গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। এনআইএ-র তদন্তের বিষয়ে আদালত নির্দেশ দেয়, ‘কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাতে হবে রাজ্যকে। সেই রিপোর্ট খতিয়ে দেখে তারপর এনআইএ তদন্ত দেওয়া হবে কিনা, ১৫ দিনের মধ্যে তা ঠিক করবে কেন্দ্র সরকার।’ শেষপর্যন্ত এনআইএ-কেই তদন্তভার দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুধুমাত্র নতুন করে মামলা দায়ের করা নয়, মোমিনপুরের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই পরিদর্শন করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘খাগড়াগড়কাণ্ড, মালেগাঁও বিস্ফোরণে এনআইএ-র দরকার ছিল। কাশ্মীরে বোমা বিস্ফোরণে এনআইএ দরকার ছিল। মোমিনপুরে কী এমন ঘটল, যেখানে কোনও মানুষ মারা যায়নি, দুটি পাড়ায় গন্ডগোল শুরু হয়ে যায়! তাহলে তো প্রত্যেকটা পাড়ায় এনআইএ দরকার! উত্তরপ্রদেশ বা দিল্লিতে যে মারপিট হল, সেখানেও তো এনআইএ দরকার’। তাঁর আরও বক্তব্য, ‘আমি সমর্থন করি না। মিটিং করে বলে এসেছি, তোমাদের বিধায়ক হিসেবে অত্যন্ত লজ্জিত যে, একটা ছোট্ট উসকানি থেকে গন্ডগোল হল! তোমাদের বোঝার ক্ষমতাই নেই, কোনটা উসকানি, কীভাবে নিজেদের সামলাতে হয়’!

Sudipto

সম্পর্কিত খবর