বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা শহরের বাইপাসে যানজটের পরিস্থিতি অত্যন্ত খারাপ। দিনভর চরম ভোগান্তিতে পড়ছেন নিত্যযাত্রীরা। সল্টলেক, চিংড়িহাটা, বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে সায়েন্স সিটি পর্যন্ত পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে। মূলত আম্বেদকর ব্রিজের নিচে একটি বড় গর্ত তৈরি হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে, যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বাইপাসের যোগাযোগ ব্যবস্থা।
এদিন ওই গর্তটি সাময়িকভাবে মেরামত করা হলেও, যানজট নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সড়ক অবস্থা এতটাই খারাপ যে, ট্রাফিক পুলিশও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল। রাস্তা খানা-খন্দে ভরা, যা স্থানীয় বাসিন্দাদের জন্য দীর্ঘদিনের একটি অভিযোগ।
ভোগান্তির শিকার হতে হয়েছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও (Firhad hakim)
তবে এই যানজটের পরিণতি শুধুমাত্র সাধারণ মানুষের জন্যই ছিল না, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad hakim) নিজেও ভোগান্তির শিকার হয়েছেন। বৃহস্পতিবার তিনি নিজেই ইএম বাইপাসে আটকে পড়েছিলেন। এরপর তিনি বলেন, “আমি গতকাল বাইপাসে আটকে পড়েছিলাম। এরপর কলকাতা পুরসভার সড়ক বিভাগের ডিজিকে জানাই। তারপর রাস্তা ঝামা দিয়ে ঘষে পরিষ্কার করতে হয়েছে। এরপর জল নেমেছে।”
এছাড়া, শুধু আম্বেদকর ব্রিজের নিচে নয়, চিংড়িহাটা, বেলেঘাটা বিল্ডিং মোড়, গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত প্রায় সব জায়গায় যানজটের একই চিত্র দেখা গেছে। ট্যাক্সি চালকরা, যাত্রীরা অভিযোগ করেছেন যে, এক থেকে দু’কিলোমিটার রাস্তা পার করতে ২ ঘণ্টারও বেশি সময় লেগে যাচ্ছে। গোটা সড়কটাই খানা-খন্দে ভরা, যা দীর্ঘদিন ধরে জনসাধারণের এক বড় অভিযোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ অনুদান ইস্যুতে ফের আইনি লড়াই, রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে সিপিএম-বিজেপি জোট
এই পরিস্থিতি শুধু কলকাতার কেন্দ্রীয় এলাকার নয়, আশপাশের বিভিন্ন জায়গাতেও একই অবস্থা বিরাজ করছে। যানজটের কারণে দিনের বেশিরভাগ সময় নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে যাত্রীরা ক্রমশ হতাশ হয়ে পড়েছেন। এব্যাপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হচ্ছে।