ভোটার তালিকা নিয়ে চাপ বাড়লেও নিজের কেন্দ্র নিয়ে আত্মবিশ্বাসী ফিরহাদ, বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বললেন…

Published on:

Published on:

Firhad Hakim Unfazed Amid Voter List Row
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন পর্ব অর্থাৎ এসআইআর ঘিরে কলকাতার রাজনীতিতে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। নিজের বিধানসভা কেন্দ্র থেকেই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়তে পারে, এমন আশঙ্কার মধ্যেও আত্মবিশ্বাসে একচুলও নড়লেন না উত্তর কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

নিজের আত্মবিশ্বাসে অনড় ফিরহাদ (Firhad Hakim)

কমিশন সূত্রে খবর, ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ৬৩ হাজার ৭৩০ জন ভোটারের নাম বাদ পড়তে পারে। এই পরিস্থিতিতেও রবিবার নিজের বিধানসভা কেন্দ্রের একটি বিশেষ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। ফিরহাদ (Firhad Hakim) এদিন স্পষ্ট ভাবে বলেন, “নাম বাদ দিয়ে ওরা আমাকে হারাতে পারবে না।”

এসআইআর পর্বের শুরুতেই কলকাতা বন্দরের পোর্ট এলাকা থেকে বিএলও-দের একাংশের তরফে অভিযোগ উঠেছিল। তাঁদের দাবি, এলাকায় বহু মৃত ভোটারের নাম জোর করে তালিকায় তোলার চেষ্টা হচ্ছে। সেই সঙ্গে বিএলও-দের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে বিএলও-রা নিরাপত্তার দাবিও জানান।

এই আবহেই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর কমিশন সূত্রে যে তথ্য সামনে এসেছে, তা শাসকদলের জন্য স্বস্তিদায়ক নয় বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। সূত্রের দাবি, কলকাতার দুই বিধানসভা, চৌরঙ্গি ও জোড়াসাঁকোতে প্রতি তিন জন ভোটারের মধ্যে এক জনের নাম বাদ যেতে পারে। পাশাপাশি, শহরের আরও ন’টি বিধানসভায় প্রতি পাঁচ জনের মধ্যে এক জনের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

Firhad Hakim Unfazed Amid Voter List Row

আরও পড়ুনঃ দু-তিনজনের জন্য দিল্লিতে জরুরী বৈঠক ডাকলেন অভিষেক, কারা তাঁরা? কী ঘটছে তৃণমূলের অন্দরে?

এত কিছুর পরেও নিজের অবস্থানে অনড় ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, “কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে আমাকে হারাবে, বিজেপির এমন কেউ জন্মায়নি এখনও।” তবে ফিরহাদের এই মন্তব্যের পাল্টা দিতে দেরি করেননি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু ফিরহা  দের মন্তব্যে কটাক্ষ করে বলেন, সংখ্যালঘু সমাজের মধ্য থেকেই কেউ ফিরহাদ হাকিমকে হারাবেন।