বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে তালিবানের কবজার পর গোটা দেশে আতঙ্কের মহল সৃষ্টি হয়েছে। আফগানরা দেশ ছাড়ার জন্য উঠেপড়ে লেগেছে। আর আফগানিস্তানে তালিবান শাসনের ফায়দা পাকিস্তান এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলি নিচ্ছে। আর এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে, কাবুল এয়ারপোর্টের নর্থ গেটে আফগান সেনা আর জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হচ্ছে।
জানা গিয়েছে যে, এই গুলির লড়াইয়ে একজন আফগান জওয়ান মারা গিয়েছেন। জঙ্গিদের সঙ্গে এই গুলির লড়াইয়ে আমেরিকা ও জার্মানির সেনাও রয়েছে। বলে দিই, আফগানিস্তানের রাজধানী কাবুল এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্ব এখনও পর্যন্ত মার্কিন সেনার হাতে রয়েছে।
কাবুল এয়ারপোর্টে আফগানদের ভিড় গত রবিবার থেকেই জারি রয়েছে। এরমধ্যে কয়েকবার ফায়ারিংয়ের ঘটনাও ঘটেছে। এই সপ্তাহের শুরুতে কাবুল এয়ারপোর্টে দেশ ছাড়ার জন্য বিশাল সংখ্যক আফগানিরা ভিড় জমায়। আর তখনি গুলি চলে। যার জেরে পাঁচ জনের মৃত্যু হয়েছিল।
এরপর গতকাল রবিবার আবারও কাবুল বিমানবন্দরে গুলি চলেছিল। ব্রিটিশ সেনা অনুযায়ী, রবিবার বিমানবন্দরে ৭ জনের মৃত্যু হয়েছে। যদিও, এখনও এটা স্পষ্ট নয় যে গুলি কী কারণে আর কারা চালিয়েছিল?