বিজেপিতে যোগ দেওয়ার পরেই হামলা! প্রকাশ‍্য রাস্তায় গুলি চলল শেহনাজের বাবার দিকে

বাংলাহান্ট ডেস্ক: প্রকাশ‍্য রাস্তায় আচমকা বাইক হামলা বিগ বসের প্রাক্তন প্রতিযোগী শেহনাজ গিলের (shehnaz gill) বাবার উপরে। শনিবার অমৃতসরের জন্ডিয়ালা গুরুর কাছে অভিনেত্রীর বাবা সন্তোখ সিংয়ের উপরে দুই বাইক আরোহী গুলি চালিয়ে পালিয়ে যায়। উল্লেখ‍্য, অতি সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।

এই ঘটনা শনিবার রাত আন্দাজ সাড়ে আটটার। দলীয় কিছু কাজের জন‍্য ওখানে গিয়েছিলেন শেহনাজের বাবা। যে সময়ের ঘটনা তখন রাস্তার পাশে গাড়ি থামিয়ে শৌচালয়ে গিয়েছিলেন সন্তোখ সিংয়ের দেহরক্ষী। গাড়ির চালকের আসনে বসেছিলেন অভিনেত্রীর বাবা। তখন বাইকে সওয়ার দুজন অজ্ঞাত পরিচয় যুবক তাঁর উপরে চড়াও হয়।

bigg boss 13 shehnaz gill hits sidharth shukla 2020 01 23
গাড়ির পাশে বাইক থামতে কাঁচ নামিয়ে যুবকদের চেনার চেষ্টা করছিলেন সন্তোখ। তখনি বাইকের পেছনেও সওয়ারি তাঁর দিকে তাক করে গুলি চালায়। গাড়ির আশেপাশে যে নিরাপত্তারক্ষীরা ছিলেন তারা ইট ছুঁড়ে মারেন বাইক আরোহীদের দিকে। কিন্তু গুলি চালিয়েই দ্রুত ঘটনাস্থল ত‍্যাগ করে তারা। খবর দেওয়ার কিছুক্ষণ পরে পুলিস সেখানে এসে উপস্থিত হয়। কিন্তু সন্তোখের অভিযোগ, পুলিস এফআইআর তো নেয়ইনি, উপরন্তু প্রায় মধ‍্যরাত পর্যন্ত তাঁদের হেনস্থা করা হয়েছে।

শেহনাজের বাবা জানিয়েছেন, পুলিসের এই আচরণের বিরোধিতা করে তাঁরা সোমবার এসএসপি দফতর ঘেরাও করবেন। তবে পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। তদন্তের পরেই কোনো রকম পদক্ষেপ নেওয়া হবে। পুলিস এও সন্দেহ করছে যে সুরক্ষা পাওয়ার জন‍্যই মিথ‍্যে মিথ‍্যে গুলি চালানোর অভিযোগ করেছেন সন্তোখ। জানা যাচ্ছে, বিভিন্ন থানায় নাকি শেহনাজের বাবার বিরুদ্ধে নয়টি অপরাধমূলক মামলা দায়ের হয়েছে।

প্রসঙ্গত, বিগ বসের ১৩ তম সিজনে প্রতিযোগী হয়েছিলেন শেহনাজ। প্রয়াত সিদ্ধার্থ শুক্লার প্রেমিকা বলে বিশেষ পরিচিতি রয়েছে তাঁর। পাশাপাশি পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় অভিনেত্রী এবং গায়িকাও তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর