বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগেই একাধিক রুটে চালু হয়ে গেল এসি লোকাল ট্রেন (AC Local Train)। শুক্রবার, ৫ ই সেপ্টেম্বর থেকে শুরু হল রানাঘাট-শিয়ালদহ ভায়া বনগাঁ রুটে এসি লোকাল। বনগাঁ রুটে এসি লোকাল নিয়ে প্রথম থেকেই নিত্যযাত্রীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। অবশেষে এই রুটেও চালু হয়ে গেল লোকাল ট্রেন (AC Local Train)।
বনগাঁ রুটে চালু হল প্রথম এসি লোকাল (AC Local Train)
বনগাঁ লোকাল মানেই চোখের সামনে ভেসে ওঠে গাদাগাদি ভিড়। ট্রেনের দরজায় ঝুলতে ঝুলতে যাওয়া। প্রচণ্ড গরমে ভিড়ের চাপে নাভিশ্বাস ওঠার জোগাড় ওঠে নিত্যযাত্রীদের। তাদের জন্য এই এসি লোকাল (AC Local Train) নিঃসন্দেহে বড় স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসছে। এই রুটে বিপুল সংখ্যক যাত্রীদের কথা মাথায় রেখেই চালু করা হয়েছে এই ট্রেন।
কোন সময়ে চলবে ট্রেনটি: রানাঘাট থেকে শিয়ালদহ রুটে চলাচল করবে এই নতুন এসি লোকাল (AC Local Train)। তবে তা যাবে বনগাঁর উপর দিয়ে। ইতিমধ্যে ট্রেনের সময়সূচী প্রকাশ করেছে রেল। প্রতিদিন সকাল ৭ টা ১১ নাগাদ রানাঘাট থেকে ছাড়বে ট্রেনটি (AC Local Train)। বনগাঁ এসে পৌঁছাবে সকাল ৭ টা ৫২ তে। শিয়ালদহ এসে পৌঁছাবে সকাল ৯ টা ৩৭ এ। আবার ফেরার সময় সন্ধ্যা ৬ টা ১৪ তে শিয়ালদহ থেকে ছাড়বে ট্রেনটি। বনগাঁ পৌঁছাবে রাত ৮ টা ০৪ এ, আবার সেখান থেকে রওনা হয়ে রানাঘাট পৌঁছাবে রাত ৮ টা ৪১ এ।
আরও পড়ুন : উৎসবের মরশুমে ৭ জ্যোতির্লিঙ্গ ঘুরে দেখাবে ভারতীয় রেল, মাথাপিছু খরচ কেমন? কবে শুরু সফর?
কোন কোন স্টেশনে থামবে: সন্ধ্যা ৬ টা ১৪ তে বনগাঁ থেকে ছেড়ে বনগাঁ যাওয়ার পথে বিধাননগর রোড, দমদম স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবড়া, গোবরডাঙা, ঠাকুরনগর স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। ৮ টা ০৪ এ বনগাঁ পৌঁছে ৮ টা ১০ মিনিটে ছাড়বে এই ট্রেন (AC Local Train)। তারপর মাঝেরগ্রাম পৌঁছাবে ৮ টা ২৫ এ। সেখান থেকে রানাঘাট পৌঁছাবে ৮ টা ৪১ এ।
আরও পড়ুন : ১-২টি নয়, শারদীয়ায় ১৭ টি গান উপহার মমতার, এই পুজোর থিম সং-ও লিখবেন মুখ্যমন্ত্রী?
এসি লোকাল ট্রেনটির জন্য শিয়ালদহ থেকে দমদম যাওয়ার ভাড়া রাখা হয়েছে ২৯ টাকা, যা সর্বনিম্ন। বারাসত পর্যন্ত ভাড়া ৫৬ টাকা, হাবড়া যেতে হলে ভাড়া লাগবে ৮৫ টাকা। আবার গোবরডাঙা পর্যন্ত ভাড়া লাগবে ৯৯ টাকা। বনগাঁ পর্যন্ত যাওয়ার ভাড়া ঠিক করা হয়েছে ১১৩ টাকা।