বাংলাহান্ট ডেস্ক : মেট্রো (Kolkata Metro) পথে জুড়ে যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্ত। শহরতলি থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্তও যাত্রীদের স্বস্তি দিয়ে সম্প্রসারণ করা হয়েছে মেট্রো লাইন। বিশেষ করে নতুন তিনটি মেট্রো (Kolkata Metro) লাইন জুড়তেই সবথেকে পুরনো ব্লু লাইনে মেট্রো সংখ্যা বাড়তে শুরু করেছে। ব্লু-গ্রিন-ইয়েলো-অরেঞ্জ লাইন তো আলাদা হয়ে গিয়েছে। কিন্তু কোন লাইনে মেট্রো (Kolkata Metro) পরিষেবা কখন মিলবে? প্রথম এবং শেষ মেট্রো কখন পাওয়া যাবে?
কোন লাইনে কখন পরিষেবা জানিয়ে দিল কলকাতা মেট্রো (Kolkata Metro)
এ বিষয়ে এবার বিস্তারিত তথ্য দিল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। ব্লু লাইনের ক্ষেত্রে নোয়াপাড়া-শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো মিলবে সকাল ৬ টা ৫০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর প্রথম মেট্রো সকাল ৬ টা ৫৪ মিনিটে, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম প্রথম মেট্রো (Kolkata Metro) সকাল ৬ টা ৫৫ মিনিটে, মহানায়ক উত্তমকুমার-দক্ষিণেশ্বর প্রথম পরিষেবা সকাল ৬ টা ৫৫ মিনিটে। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর শেষ মেট্রো (Kolkata Metro) মিলবে রাত ৯ টা ৩৪ মিনিটে, দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম শেষ মেট্রো ৯ টা ২৮ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম-দমদম শেষ পরিষেবা মিলবে রাত ৯ টা ৪৪ মিনিটে। শনি এবং রবিও একই নিয়ম থাকছে এই লাইনে।
প্রথম ও শেষ মেট্রো কখন: গ্রিন লাইনের ক্ষেত্রে সোম থেকে শুক্র হাওড়া ময়দান প্রথম মেট্রো (Kolkata Metro) সকাল ৬ টা ৩০-এ, সল্টলেক সেক্টর ফাইভ সকাল ৬ টা ৩২-এ। শেষ মেট্রো মিলবে হাওড়া ময়দানে রাত ৯ টা ৪৫ এ এবং সল্টলেক সেক্টর ফাইভে রাত ৯ টা ৪৭ এ। গ্রিন লাইনে রবিবার হাওড়া ময়দান প্রথম মেট্রো (Kolkata Metro) সকাল নটায়, সল্টলেক সেক্টর ফাইভ সকাল ৯ টা ০২-এ। শেষ মেট্রো মিলবে হাওড়া ময়দানে রাত ৯ টা ৪৫ এ এবং সল্টলেক সেক্টর ফাইভে রাত ৯ টা ৪৭ এ।
আরও পড়ুন : বিবাহিত পুরুষের সঙ্গে প্রাপ্তবয়স্ক মহিলা থাকতে চাইলে কোনও আইন আটকাতে পারবে না, বেনজির রায় আদালতের
সপ্তাহান্তে কী পরিস্থিতি থাকবে: অরেঞ্জ লাইনে সোম থেকে শুক্র কবি সুভাষ স্টেশনে প্রথম মেট্রো (Kolkata Metro) সকাল আটটায়, বেলেঘাটায় সকাল ৮ টায় মিলবে। শেষ পরিষেবা কবি সুভাষ স্টেশনে রাত ৮ টা ৫ এ এবং বেলেঘাটাতেও মিলবে একই সময়ে। শনি-রবি কোনও পরিষেবা থাকছে না এই লাইনে।
আরও পড়ুন : ‘শুধু আমেরিকাকে জানিয়েছিলাম’, ভারতের সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে সুর বদল পাক বিদেশমন্ত্রীর
ইয়েলো লাইনে সোম থেকে শুক্র নোয়াপাড়ায় প্রথম মেট্রো (Kolkata Metro) মিলবে সকাল ৭ টা ৫৮ মিনিটে এবং জয় হিন্দ বিমানবন্দরেও প্রথম মেট্রো মিলবে একই সময়ে। শেষ পরিষেবা নোয়াপাড়া এবং জয় হিন্দ বিমানবন্দর স্টেশনে পাওয়া যাবে রাত আটটায়। শনি-রবি মেট্রো চলবে না এই লাইনে। উল্লেখ্য, তিনটি সম্প্রসারিত লাইন জুড়ে যাওয়ায় ব্লু লাইনে চাপ কমাতে মেট্রো (Kolkata Metro) সংখ্যা বাড়ানো হয়েছে। কাজের দিনগুলিতে ২৬২ থেকে বেড়েছে ২৮৪ হয়েছে মেট্রো সংখ্যা। শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর লাইনে ১১ জোড়া অতিরিক্ত মেট্রো চালু করা হয়েছে।