বাংলা হান্ট ডেস্কঃ অসম (Assam) সরকার রবিবার জানায়, রাজ্যে আফ্রিকান (African) সোয়াইন ফ্লু (Swine flu) এর প্রথম মামলা পাওয়া গেছে। আর এই ফ্লুয়ে ৩০৬ টি গ্রামের ২ হাজার ৫০০ এর বেশি শূকরের মৃত্যু হয়েছে। অসমে পশুপাল আর পশু চিকিৎসা মন্ত্রী অতুল বোরা একটি প্রেস বার্তায় বলেন, রাজ্য সরকার কেন্দ্র থেকে নির্দেশ পাওয়ার পরেই শূকরদের মেরে ফেলার অদলে এই ঘাতক রোগ ছড়িয়ে পড়া থেকে রোখার জন্য অন্য রাস্তা খুঁজছে।
অতুল বোরা জানান, ‘রাষ্ট্রীয় উচ্চ সুরক্ষা পশু রোগ সংস্থান (NIHSAD) ভোপাল পরীক্ষার পর জানিয়েছে যে, এটি আফ্রিকান সোয়াইন ফ্লু। কেন্দ্র সরকার আমাদের বলেছে গোটা দেশে এটাই এই রোগের প্রথম মামলা।”
উনি জানান, এই রোগের সাথে COVID-19 এর কোন সম্পর্ক নেই। বিভাগ দ্বারা ২০১৯ এর গণনা অনুসারে শূকরদের মোট সংখ্যা প্রায় ২১ লক্ষ ছিল। এখন সেটি বেড়ে ৩০ লক্ষ হয়ে গেছে।
এমনিতেই করোনার সঙ্কটে ভুগছে গোটা দেশ। আর এর মধ্যে সোয়াইন ফ্লু এর এই মামলা আরও চিন্তা বাড়িয়ে দিলো। আপনাদের জানিয়ে দিই, গোটা দেশে এখনো পর্যন্ত করোনার ৪১ হাজার ৯৯৭ টি মামলা পাওয়া গেছে। মোট মামলার মধ্যে ২৮ হাজার ৯৯৭ টি মামলা সক্রিয়। এদের মধ্যে ১১ হাজার ৬০৫ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এই মারক ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩৯১ জন।