বাংলা হান্ট ডেস্কঃ প্রথম দিন থেকে রাজ্যের করোনামুক্ত জেলা হিসেবে পরিচিত ছিল পূর্ব বর্ধমান। এবার এই করোনা মুক্ত জেলাতেও প্রবেশ করলো করোনা। প্রথম করোনা রোগীর সন্ধান পাওয়ার পরেই গোটা জেলায় ছড়িয়ে পড়ল ব্যাপক চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষে প্রথম করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এক ৪০ বছর বয়সী ব্যাক্তির মধ্যে পাওয়া গেলো করোনার সংক্রমণ।
রবিবার জেলা শাসক, জেলার পুলিশ সুপার এবং অন্যান্য প্রশাসনিক আমলারা জেলার কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে যান। জেলা শাসক জানান, জেলা থেকে মোট ২০ জনের নমুনা পাঠানো হয়েছিল তাঁর মধ্যে একজনের রিপোর্ট পজেটিভ এসেছে। পজেটিভ ওই ব্যাক্তিকে দুর্গাপুরের করোনা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ওই ব্যাক্তির সংস্পর্শে যারা যারা এসেছিল, তাদের চিহ্নিত করে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।
এই ঘটনা সামনে আসার পর গোটা খন্ডঘোষ এলাকা সিল করে দেওয়া হয়েছে। গোটা জেলায় লকডাউনের সতর্কতা জারি থাকলেও অনেকে এই লকডাউন পালন করছে না। কোন না কোন অচিলায় তাঁরা রাস্তায় বেরিয়ে লকডাউনকে পুরোপুরি অমান্য করে চলেছে।
আর লকডাউন অমান্য করার জন্য এখনো পর্যন্ত অনেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে জেলে পোড়া হয়েছে বলে খবর। শনিবার পর্যন্ত রাজ্যের পূর্ব বর্ধমান জেলা ছিল আশঙ্কা মুক্ত। কিন্তু রবিবার এই খবর আসার পরেই চারিদিকে ছড়ায় চাঞ্চল্য।