৩ সেপ্টেম্বরে বড় চমক! লঞ্চ হবে Maruti Suzuki-র প্রথম ইলেকট্রিক গাড়ি, রেঞ্জ ৫০০ কিমি, দাম কত?

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: এবার বৈদ্যুতিক গাড়ির বাজারে এন্ট্রি নিতে চলেছে মারুতি সুজুকি (Maruti Suzuki)। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই সংস্থার প্রথম ইলেকট্রিক গাড়ি ই-ভিটারা SUV-র জন্য অপেক্ষার অবসান ঘুরতে চলেছে। মূলত, মারুতি সুজুকি আগামী ৩ সেপ্টেম্বর ভারতে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করবে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের পাশাপাশি এটি ইউরোপিয় বাজারেও লঞ্চ করা হবে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সংস্থাটি প্রথমে UK এবং নেদারল্যান্ডসের মতো কিছু দেশে ই-ভিটারা বিক্রি করবে। শুধু তাই নয়, কোম্পানি এই মডেলের ওপর ১০ বছরের ওয়ারেন্টিও প্রদান করবে। একবার চার্জে এই SUV-ওর রেঞ্জ প্রায় ৫০০ কিলোমিটার হবে। এর পাশাপাশি, এটি ভারতীয় বাজারে, হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক থেকে শুরু করে এমজি উইন্ডসর ইভি, এমজি জেডএস ইভির মতো মডেলগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।

লঞ্চ হতে চলেছে Maruti Suzuki-র প্রথম ইলেকট্রিক গাড়ি:

ই-ভিটারার উল্লেখযোগ্য ফিচার্স: মারুতি সুজুকি (Maruti Suzuki) ই-ভিটারার ফিচার্সগুলির বিষয়ে বলতে গেলে জানাতে হয় এতে রয়েছে এলইডি হেডলাইট, ডে-টাইম রানিং ল্যাম্প এবং টেল-লাইট, ১৮ ইঞ্চির হুইল, গ্রিলের ওপর অ্যাক্টিভ এয়ার ভেন্ট, প্যানোরামিক সানরুফ, মাল্টি-কালার ইন্টিরিয়ার অ্যাম্বিয়েন্ট লাইটিং, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, ইনফিনিটি বাই হারম্যান অডিও সিস্টেম, ওয়্যারলেস চার্জার, ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ১০.১ ইঞ্চির ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন, ইন-কার কানেক্টিভিটি প্রযুক্তি, সিঙ্গেল-জোন অটো ক্লাইমেট কন্ট্রোল, পিএম ২.৫ এয়ার ফিল্টার, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট। এছাড়াও, অন্যান্য ফিচার্সগুলির মধ্যে রয়েছে ১০-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট থেকে শুরু করে রিক্লাইনিং, স্লাইডিং এবং স্প্লিট (৬০:৪০) রিয়ার সিট, ড্রাইভ মোড (ইকো, নরমাল, স্পোর্ট), স্নো মোড, ওয়ান-পেডাল ড্রাইভিং এবং রিজিওন মোড।

First electric car of Maruti Suzuki is about to be launched.

নিরাপত্তার দিক থেকেও এগিয়ে মারুতি সুজুকি ই-ভিটারা: এবারে আমরা জানবো মারুতি সুজুকি (Maruti Suzuki) ই-ভিটারার সেফটি ফিচার্স সম্পর্কে। এতে লেভেল ২ ADAS স্যুট রয়েছে। যার মধ্যে লেন কিপ অ্যাসিস্ট, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এবং অন্যান্য ফিচার্স রয়েছে। এর পাশাপাশি, মারুতি ই-ভিটারা-তে ৭ টি এয়ারব্যাগ, ব্লাইন্ড স্পট মনিটর, টায়ার প্রেসার মনিটর, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, সামনের এবং পিছনের পার্কিং সেন্সর, পিছনের ডিস্ক ব্রেক, অটো-হোল্ড ফাংশন সহ ইলেকট্রনিক পার্কিং ব্রেক এবং পথচারীদের জন্য এক্সহস্ট ভেহিকেল অ্যালার্ম সিস্টেমও (AVAS) অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশকে আর দেখা যাবে না KKR-এ? কোন দলে নেবেন “এন্ট্রি”? মিলল আপডেট

কোন কোন রঙে উপলব্ধ: জানিয়ে রাখি যে, মারুতি সুজুকি (Maruti Suzuki) ই-ভিটারা ১০ টি এক্সটিরিয়ার কালার অপশনে উপলব্ধ রয়েছে।যার মধ্যে রয়েছে ৬ টি মনো-টোন এবং ৪ টি ডুয়াল-টোন রঙ। ৬ টি মনো-টোন রঙের বিকল্পের মধ্যে রয়েছে নেক্সা ব্লু, স্প্লেন্ডিড সিলভার, আর্কটিক হোয়াইট, ওপুলেন্ট রেড, গ্র্যান্ডিউর গ্রে এবং ব্লুইশ ব্ল্যাক। এদিকে, ডুয়াল-টোন রঙে ব্ল্যাক রুফ এবং এ-পিলার এবং বি-পিলার অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও, আর্কটিক হোয়াইট থেকে শুরু করে ল্যান্ড ব্রিজ গ্রিন, স্প্লেন্ডিড সিলভার এবং ওপুলেন্ট রেড রঙের অপশনগুলি পাওয়া যাবে।

আরও পড়ুন: কেদারনাথ ধামে করতেন খচ্চর চালকের কাজ! সেই যুবকই এবার পড়বেন IIT-তে, চমকে দেবে অতুলের কাহিনি

মারুতি সুজুকি ই-ভিটারার প্রত্যাশিত দাম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মারুতি সুজুকি (Maruti Suzuki) ই-ভিটারার সিগমার (৪৯ কিলোওয়াট ঘন্টা) এক্স-শোরুম দাম প্রায় ১৮ লক্ষ টাকা হবে। ডেল্টার (৪৯ কিলোওয়াট ঘন্টা) দাম হতে পারে প্রায় ১৯.৫০ লক্ষ টাকা। এদিকে, জিটার (৪৯ কিলোওয়াট ঘন্টা) দাম হবে প্রায় ২১ লক্ষ টাকা। এছাড়াও, জিটার (৬১ কিলোওয়াট ঘন্টা) এক্স-শোরুম দাম হতে পারে ২২.৫০ লক্ষ টাকা। অন্যদিকে, আলফার (৬১ কিলোওয়াট ঘন্টা) এক্স-শোরুম দাম হবে প্রায় ২৪ লক্ষ টাকা। অর্থাৎ শুধুমাত্র জিটাকেই ২ টি ব্যাটারি প্যাক অপশনে কেনা যাবে।