মনবীরদের সুযোগ নষ্টের জের, ISL সেমির প্রথম পর্বে হায়দরাবাদের সাথে ড্র এটিকে মোহনবাগানের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইএসএলের (ISL 2022/23) প্রথম সেমিফাইনালে প্রথম পর্বের ম্যাচের পর এক গোলের ব্যবধানে মুম্বাই সিটি এফসিকে হারিয়েছিল বেঙ্গালুরু এফসি। সুনীল ছেত্রীর (Sunil Chhetri) একমাত্র গোলে জয় পেয়েছিল তারা। যদিও সকলেই জানেন যে ফিরতি পর্বের ম্যাচে মরণ কামড় দেবে মুম্বাই। সেই ম্যাচের একদিন পর আজ দ্বিতীয় সেমিফাইনালে প্রথম পর্বে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) এবং লিগ টেবিলে দুই নম্বরে যাত্রা শেষ করা হায়দরাবাদ এফসি (Hyderabad FC)।

চলতি মরশুমে দুইদলের দুই সাক্ষাতে একবার জয় পেয়েছিল সবুজ মেরুণ শিবির, আরেকবার জয় পেয়েছিল হায়দরাবাদ। দুই দলই নিজেদের হোম ম্যাচ জিতেছিল এবং আশ্চর্যজনকভাবে দুই দলই জয় পেয়েছিল ১-০ ফলে। তাই আজ হায়দরাবাদের জিএমসি বালযোগী স্টেডিয়ামে তারা যখন মুখোমুখি হবে তখন কেমন প্রতিদ্বন্দ্বিত হবে সেই বিষয়ে আগ্রহ ছিল গোটা ভারতের ফুটবলপ্রেমীদের।

atkmb s

কিন্তু আজ হায়দরাবাদে নিশ্চিত জয় হাতছাড়া করে ম্যাচ ড্র করলো এটিকে মোহনবাগান। গোল করবার দুটি বড় সুযোগ পেয়েছিল সবুজ মেরুন শিবির। কিন্তু একবার অফ ফর্মে থাকা মনবীর সিং এবং আরেকবার অধিনায়ক প্রীতম কোটাল দলকে এগিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন।

দুই দল আজ গোটা ম্যাচে বলের দখল মোটামুটি সমান সমান ভাবে নিজেদের কাছে রেখেছিল। কিন্তু বেশি বিপজ্জনক সুযোগ তৈরি করেছিল সবুজ মেরুন শিবিরই। আজকের ম্যাচে জয় পেলে নিজেদের ঘরের মাঠে অনেক চাপমুক্ত হয়ে হোম ক্রাউডের সামনে নামতে পারতো জুয়ান ফেরান্দোর দল। কিন্তু দুর্ভাগ্যবশত তেমনটা হলো না।

ম্যাচ এরপর অনেকেই মনবীর সিংয়ের স্বার্থপরতাকে দায়ী করছেন। লিস্টন কোলাসো যেন আগের দুই মরশুমের ছায়ামাত্র। তার পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন সমর্থকরা। যুবভারতীতে দুই দল ফের মুখোমুখি হবে ১৩ই মার্চ। হায়দরাবাদ আজ সুযোগ তৈরি করতে না পারলেও, তারা যে খারাপ খেলেছে এমনটা কেউ দাবি করতে পারবে না। যদিও পরের পর্ব হোম ম্যাচ হওয়ায় কিছুটা হলেও অ্যাডভান্টেজ এটিকে মোহনবাগান।


Reetabrata Deb

সম্পর্কিত খবর