গুলাবো সিতাবো এর ফার্স্ট লুক। চমক দিলেন বিগ বি

 

বাংলা হান্ট ডেস্ক: বয়স্ কিংবা শারীরির অসুস্থতা তাকে জীবনের পথে এগিয়ে যাওয়ার থেকে আটকে রাখতে পারেনি কোনোদিন।বাড়ন্ত বয়স থাবা বসাতে পারেনি তার চির যুবক মনে। আন্দাজ করাই যায় যে এখানে কথা বলা হচ্ছে বলিউডের শ্যাহেনসা অমিতাভ বচ্চনের।

 

ব্রহ্মাস্ত্র এর শুটিং শেষে কিছুদিনের বিরতি নিয়ে তিনি আবারও ফিরলেন শুটিং ফ্লোরে।চলে গেলেন লখনউ এ তার আগামী ছবি গুলাবো সিতাবো এর সেটে। সেখানে পৌছানোর পর এক ভক্ত তার ভিডিও তৈরি করেছিলো। সেই ভিডিও তার সোশ্যাল মিডিয়া তে শেয়ার করে বিগ বি লেখেন ” সোশ্যাল মিডিয়া সবকিছুর আগে চলে” শুধু ভিডিওই নয় অনলাইনে লিক হয় এই ছবিতে তাঁর ফার্স্ট লুক যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

82826 img 20190621 wa0019

সুজিত সরকার পরিচালিত এই ছবিতে অমিতাভ বচ্চনের সাথে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকেও। প্রথম দিনের শুটিং সেটে নিজের ব্লগেও আপডেট দেন বিগ বি, লেখেন ” প্রথম দিনের ব্যাপার ই আলাদা। এদিনই আভাস পাওয়া যায় আগামীদিনে কী করতে হবে। নিজের শ্রেষ্ঠ টা দিতে তৈরি”।

সম্পর্কিত খবর