শুক্রেই প্রথম পর্যায়ের ফল প্রকাশ SSC-র, কখন, কোথায় দেখা যাবে? জেনে নিন

Published on:

Published on:

First Phase SSC Result to be Published Today 7th November 2025

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আজ। আজ শুক্রবার প্রকাশিত হচ্ছে এসএসসি-র প্রথম পর্যায়ের ফলাফল (SSC Result)। কমিশন সূত্রে জানা গেছে, প্রথমে নবম-দশম শ্রেণির পরীক্ষা হলেও আগে প্রকাশ পাবে একাদশ-দ্বাদশ শ্রেণির রেজাল্ট। তারপর সন্ধের দিকে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটেই দেখা যাবে ফলাফল। এই রেজাল্টের ফলাফল কি হবে তা নিয়ে বর্তমানে চাকরিহারা প্রার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

কবে ফল প্রকাশ (SSC Result) হবে নবম-দশম স্তরের?

সূত্রের খবর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম-দশম স্তরের ফলাফল প্রকাশ (SSC Result) হতে পারে। দু’টি পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ লক্ষ ২৫ হাজার। আজ প্রকাশিত ফলের মাধ্যমে ১২ হাজার ৫১৪টি শূন্যপদের জন্য নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করবে কমিশন।

এরপর কীভাবে চলবে নিয়োগ প্রক্রিয়া?

ফলপ্রকাশের (SSC Result) পর অঞ্চলভিত্তিক ইন্টারভিউ পর্ব শুরু হবে বলে জানাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। ইন্টারভিউর আগে কেন্দ্রীয় কার্যালয়ে সমস্ত নথিপত্র যাচাই করা হবে। এবার নিয়োগে বাড়তি সতর্কতা নিয়েছে কমিশন। জানা গেছে, প্রতি ১০০টি শূন্যপদের বিপরীতে ১৬০ জন প্রার্থীকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য।

সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা

উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠার পর গোটা প্যানেলকে বাতিল করে সুপ্রিম কোর্ট। এই কারণে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়। চাকরি হারান বহু শিক্ষাকর্মীও। এই নিয়ে রাজ্যজুড়ে শুরু হয় আন্দোলন। এরপর আদালতের কড়া নির্দেশে স্কুল সার্ভিস কমিশন ‘দাগিদের তালিকা’ প্রকাশ করে। তাদের বাদ দিয়ে বাকিদের আবার নতুন করে প্রক্রিয়ায় বসতে নির্দেশ দেওয়া হয়। যদিও তা নিয়েও আন্দোলন চলেছিল। কিন্তু অবশেষে পরীক্ষায় বসতে রাজি হয় চাকরিহারা শিক্ষকরা।

First Phase SSC Result to be Published Today 7th November 2025

আরও পড়ুনঃ ৭৮ কোটি টাকার দুর্নীতি! বালি চক্রে প্রথম গ্রেপ্তার অরুণ সরাফ, ব্যক্তির আসল পরিচয় জানলে ভিমরি খাবেন

সুপ্রিম কোর্টের নির্দেশে ফের নতুন পরীক্ষা নেয় এসএসসি। যাঁরা আগে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, তাঁরাও পুনরায় পরীক্ষায় অংশ নেন। এই দীর্ঘ লড়াইয়ের শেষে আজকের ফলাফল (SSC Result) অনেকের জীবনকে নতুন দিশা দেখাবে।