বদলে গেল ইতিহাস! ১১ বছর ধরে চলে আসা পাকিস্তান সংক্রান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেলেন কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপের (2023 Asia Cup) সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ব্যর্থ হলেও পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ শতরান করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। আর সেই ইনিংসটির পর পাকিস্তান ব্যাটিংকে নিয়ে ছেলেখেলা করেছিল ভারতের বোলাররা। ২২৮ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলেছে ভারত।

এর আগে বিরাট কোহলিকে একটা কলঙ্ক বয়ে বেড়াতে হতো। তিনি পাকিস্তানের বিরুদ্ধে শতরান করলে ভারত সেই টুর্নামেন্টের ফাইনালে ওঠে না। ২০১২ সালে বাংলাদেশের মাটিতে আয়োজিত এশিয়া কাপ এবং ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় আয়োজিত ওডিআই বিশ্বকাপে এমনই ঘটনা ঘটেছিল। কিন্তু কোহলির শতরানকে নিয়ে এবার আর কেউই কিছু বলতে পারবে না কারণ চলতি এশিয়া কাপে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত।

virat kohli mom

খুব স্বাভাবিকভাবেই এমন পারফরম্যান্স করার পর ম্যাচের সেরার খেতাবও পেয়েছিলেন বিরাট। আর এখানেই তিনি পেছনে ফেলে দিয়েছেন কিংবদন্তী মহেন্দ্র সিংহ ধোনিকে। পাকিস্তানের বিরুদ্ধে নিজের কেরিয়ারে ৫ বার ম্যাচের সেরার খেতাব পেয়েছেন ধোনি। বিরাট কোহলি এদিন টপকে গিয়েছেন তাকে।

◆ পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি ম্যাচের সেরার পুরস্কার পাওয়া ভারতীয়দের তালিকা:

● সৌরভ গঙ্গোপাধ্যায় (৮)
● সচিন টেন্ডুলকার (৮)
● বিরাট কোহলি (৭*)
● মহেন্দ্র সিংহ ধোনি (৫)

আরও পড়ুন: বড় চাপ নামলো BCCI-এর কাঁধ থেকে! এশিয়া কাপ ফাইনালে পৌঁছে বিশ্বজয়ের হাতিয়ার পেলেন রোহিত

এর আগে এশিয়া কাপের ইতিহাসে কোনওদিনও ভারত এবং পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্যাচ হয়নি। ভারত নিজেদের শেষ দুটি এশিয়া কাপ জিতেছে বাংলাদেশকে ফাইনালে হারিয়ে। কিন্তু এবার ইতিহাস বদলে যেতে চলেছে। পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে যদি পাকিস্তান জয় পায় তাহলে ভারতের বিরুদ্ধে প্রথমবারের জন্য এশিয়া কাপের সেমিফাইনালে নামবে পাকিস্তান। কিন্তু তাদের কাজটা একেবারেই সহজ হবে না। কারণ হ্যারিস রাউফ ও নাসিম শাহের মতো দুই ফাস্ট বোলার এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর