ইউপির পর এবার মহারাষ্ট্র! ঔরঙ্গাবাদ-ওসমানাবাদ পরিচিত পাবে এই নামে, উদ্যোগ শিন্ডে সরকারের

বাংলাহান্ট ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) যোগী সরকার আসার পর থেকেই সে রাজ্যের একাধিক জায়গার নাম বদল করেছিলেন। যেমন Allahabad হয়েছিল Prayagraj। Mughalsarai Junction রেল স্টেশনের নাম বলে করা হয়েছিল Deen Dayal Upadhyay Junction। যোগীরাজ্যের পর এ বার মহারাষ্ট্রেও (Maharashtra) নাম  বদলের হিরিক লেগে গেল। এর জেরে সে রাজ্যের দু’টি প্রাচীন শহরের নাম বদল করা হল।

মহারাষ্ট্রের মরাঠওয়াড়া (Marathawara) অঞ্চলের দু’টি শহরের নাম বদলে দিয়েছে কেন্দ্র। এ বার থেকে Aurangabad ও Osmanabad অন্য নামে পরিচিত হবে। এই মর্মে একটি বিবৃতি জারি করেছে কেন্দ্র। তাতে জানানো হয়েছে, ঔরঙ্গাবাদের নাম বদলে রাখা হয়েছে ছত্রপতি সম্ভাজীনগর (Chhatrapati Sambhajinagar)। পাশাপাশি, ওসমানাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ধারাশিব (Dharashiv)।

eknath shinde

তবে এই নামবদল নিজে থেকে করেনি কেন্দ্র। মহারাষ্ট্রের শিণ্ডে সরকারের তরফে কেন্দ্রের কাছে এই দুই শহরের নাম বদলের প্রস্তাব দেওয়া হয়েছিল। গত বছরের ২০ অক্টোবর কেন্দ্রকে এই দুই শহরের নাম বদলের প্রস্তাব দিয়েছিল মহারাষ্ট্র সরকার। তার আগে সে রাজ্যের মন্ত্রীসভার সম্মতি নেওয়া হয়েছিল। তারপরেই কেন্দ্রের কাছে শহরগুলির নাম বদলে দেওয়ার আর্জি জানানো হয়।

মহারাষ্ট্র সরকারের আর্জি অনুযায়ী শুক্রবার দু’টি শহরের নাম বদলে দেয় কেন্দ্র। পাশাপাশি, নতুন নামগুলি ঘোষণা করে একটি বিবৃতি জারি করা হয়। কিন্তু হঠাৎ কেন নাম বদলের দাবি তুলেছিল মহারাষ্ট্র সরকার? জানা গিয়েছে, ওসমানাবাদের কাছে ‘ধারাশিব’ নামক একটি গুহাশৃঙ্খল রয়েছে। সেই গুহাশৃঙ্খলের উপর ভিত্তি করেই শহরের আদি নাম ছিল ধারাশিব।

Aurangabad

কিন্তু পরবর্তীতে এই শহরের নাম বদলে ওসমানাবাদ রাখা হয়েছিল। এ বার কেন্দ্র ফের এই শহরের আদি নাম পুনর্বহাল করল। ফলে এ বার থেকে ওসমানাবাদকে ধারাশিব নামে চেনা যাবে। একইসঙ্গে ঔরঙ্গাবাদকে চেনা যাবে ছত্রপতি সম্ভাজীনগর নামে। ইতিহাস অনুযায়ী, ঔরঙ্গাবাদে ছত্রপতি শিবাজী মহারাজের (Chhatrapati Shivaji Maharaj) পুত্র Chhatrapati Sambhaji Maharaj দীর্ঘ ৮ বছর রাজত্ব করেছিলেন। 

১৬৮৯ সালের মার্চ মাসে মাত্র ৩১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রতি সম্মান জানাতে এই শহরের নাম বদলে তাঁর নামে নামাঙ্কিত করা হল। কেন্দ্র সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে শিণ্ডে সরকার। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী Devendra Fadnavis প্রধানমন্ত্রী Narendra Modi ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) এই পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর