নুন আনতে পান্তা ফোরায়, তবুও তিন বছর আগে কুড়িয়ে পাওয়া বিশাল টাকা ফেরত দিলেন আবু কাশেম

বাংলা হান্ট ডেস্কঃ পৃথিবীতে ভালো মানুষ যে এখনো বর্তমান রয়েছে, তার প্রমাণ আমরা বিভিন্ন সময় নানান ঘটনার মাধ্যমে পেয়ে থাকি। আজ যে ব্যক্তির সম্পর্কে কথা বলব, তিনি তাঁর কাজের মাধ্যমে সমাজে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। পেশায় মাছ বিক্রেতা মোহাম্মদ আবু কাশেম গাজী নামের এক ব্যক্তি আজ থেকে প্রায় তিন বছর আগে 70 হাজার টাকা ভর্তি এক ব্যাগ কুড়িয়ে পান।

বসিরহাটের বাসিন্দা আবু কাশেমের সংসার অভাবের মধ্যে কাটে। করোনা সময়ে তাঁর সেই সংকট আরও বৃদ্ধি পায়। কিন্তু তা সত্ত্বেও 70 হাজার টাকার মতো বিশাল সম্পত্তি পেয়েও সেখান থেকে এক টাকাও খরচ করেন না তিনি। বর্তমানে তিন বছর পর সেই টাকার আসল মালিকের খুঁজে তার হাতে সেই টাকা ফেরত দিলেন আবু কাশেম।

এদিন পুলিশের সামনেই এতদিন সযত্নে তুলে রাখা সেই টাকা ফেরত দেন তিনি। বসিরহাট এলাকার পুরাতন বাজারে মাছ বিক্রি করেন আবু কাশেম। তিন বছর আগে এমনই এক দিনে বাজারের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। পরবর্তীতে সেই ব্যাগটি তুলে নিয়ে গিয়ে নিজের কাছে রাখেন। এরপর ব্যাগ খুলতেই তার ভিতর বিশাল অর্থ দেখে প্রথমে হতভম্ব হয়ে যান তিনি। কিন্তু তারপর থেকে প্রায় তিন বছর ধরে এই ব্যাগটিকে সযত্নে তুলে রাখেন এই মাছবিক্রেতা।

আবু কাশেম জানান, তিন বছর ধরে ব্যাগটিতে হাত পর্যন্ত দেননি তিনি। কিন্তু সম্প্রতি তিনি ব্যাগটি খুলতেই তার ভেতর থেকে একটি ক্যাশ মেমো দেখতে পান এবং সেখানে লেখা ঠিকানা অবলম্বন করেই তিনি একটি দোকানে হাজির হন। সেই দোকানে গিয়েই তিনি জানতে পারেন যে, সেখানকার মালিক চম্পক নন্দী নামের এক ব্যক্তিরই ব্যাগ এটি। এরপরই 70 হাজার টাকাসহ সেই ব্যাগটি তার মালিকের হাতে তুলে দেন আবু কাশেম।


Sayan Das

সম্পর্কিত খবর