নবান্নে মন্ত্রীসভার বৈঠক চলাকালীন অসুস্থ রাজ্যের মৎস্যমন্ত্রী! তড়িঘড়ি নিয়ে যাওয়া হল SSKM-এ

Published on:

Published on:

Fisheries Minister falls ill during cabinet meeting in Nabanna.

বাংলা হান্ট ডেস্ক: সোমবার নবান্নে (Nabanna) মন্ত্রিসভার বৈঠক চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই ঘটনায় প্রথমে সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হলেও পরবর্তীকালে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা সম্পন্ন হয় বলেও জানা গিয়েছে।

নবান্নে (Nabanna) মন্ত্রীসভার বৈঠক চলাকালীন অসুস্থ মৎস্যমন্ত্রী:

প্রসঙ্গত উল্লেখ্য যে, সোমবার দুপুরে নবান্নে (Nabanna) মন্ত্রিসভার বৈঠক থাকায় সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। পাশাপাশি, ওই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য মন্ত্রিসভার সদস্যরাও।

Fisheries Minister falls ill during cabinet meeting in Nabanna.

এদিকে, বৈঠক চলাকালীন মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী আচমকাই অসুস্থ বোধ করেন। পাশাপাশি, তাঁর মাথা ঘুরতে থাকে বলেও জানা যায়। বিষয়টি প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গেই সেখানে (Nabanna) দ্রুত চিকিৎসকদের ডেকে পাঠানো হয়। তারপরেই সম্পন্ন হয় মন্ত্রীর স্বাস্থ্যপরীক্ষা।

আরও পড়ুন: সফলভাবে সম্পন্ন হয়েছে “আনডকিং”, ১৮ দিন পর পৃথিবীতে প্রত্যাবর্তনের সফর শুরু শুভাংশুদের

তারপরেই তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, হঠাৎ করেই মৎস্যমন্ত্রীর রক্তচাপ বৃদ্ধি পেয়েছিল। এমতাবস্থায়, মন্ত্রীকে রক্তচাপ কমার ওষুধ দেওয়া হয়। বর্তমানে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি, তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের পর তুঙ্গে ব্রহ্মোসের চাহিদা! কিনতে ইচ্ছুক ১৫ টি দেশ

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিধায়ক হিসেবে বিপ্লব রায়চৌধুরী এবার জয়ী হন। পাশাপাশি, মন্ত্রিসভার রদবদলের পর এবার মৎস্য দফতরের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। এদিকে, কিছুদিন আগেই মাছের দামে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন বিপ্লব রায়চৌধুরী। শুধু তাই নয়, মাছের দাম কমছে না কেন এই প্রশ্নও করেছিলেন মুখ্যমন্ত্রী।