খরচ শূন্য! সূর্যের আলোতেই হবে চার্জ, টেসলাকে টক্কর দিতে ভারতে আসছে নয়া বৈদ্যুতিক গাড়ি

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় বাজারে টেসলা নামটি নতুন ন‌য়। বহুদিন ধরেই এই নামটির সঙ্গে পরিচিত মানুষ। তবে তারমধ্যেই মার্কেটে আরও একটি নাম মাথা চাড়া দিয়ে উঠেছে। টেসলা আসার আগেই ভারতে নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে Fisker Ocean। অবাক করা বিষয় হল গাড়ির মাত্র 100টি ইউনিট বিক্রি করা হবে ভারতে। আসলে প্রাথমিক পর্যায়ে মার্কেটের চাহিদা বুঝতে চাইছে সংস্থাটি।

ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই ইলেকট্রিক গাড়ি নির্মাণকারী কোম্পানিটি ভারতে যে গাড়িটি আনতে চলেছে তা হল Ocean ইলেকট্রিক SUV। জানা যাচ্ছে সংস্থাটি তাদের সেরা মডেলটি নিয়ে আসছেন ভারতীয় নাগরিকদের জন্য। এই এডিশনটির নাম দেওয়া হয়েছে Ocean Extreme Vigyan। উল্লেখ্য, গতবছরই হায়দরাবাদে তাদের সদর দফতর খুলেছে কোম্পানিটি।

জানা যাচ্ছে খুব শীঘ্রই ভারতীয় গ্রাহকদের সাথে গাড়িটির পরিচয় করাতে চলেছে সংস্থাটি। আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে ডেলিভারি। গাড়িটির বিশেষত্বের কথা বললে, এতে রয়েছে বিশেষ সোলার চার্জিং প্রযুক্তি। এর গ্লাস রুফে রয়েছে 1200টি সোলার সেল। একবার ফুল চার্জ করার পর 707 কিমি মাইলেজ দিতে সক্ষম এই গাড়ি‌।

এছাড়াও গাড়িটিতে রয়েছে 113 kwh ব্যাটারি প্যাক এবং ডুয়াল ইলেকট্রিক মোটর। 572 ব্রেক হর্সপাওয়ার এবং 737 এনএম টর্ক তৈরি করতে সক্ষম এই উন্নতমানের ইঞ্জিন। কোম্পানির দাবি, গাড়িটি মাত্র 4 সেকেন্ডের মধ্যে 0 থেকে 100 কিমি স্পিড তুলতে পারে। সাথে আপনি পেয়ে যাবেন 17.1 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম।

গাড়িটির সামনে ও পিছনে রয়েছে হিটেড সিট, 360 ডিগ্রি ক্যামেরা, অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম, 3টি ড্রাইভিং মোড যার নাম আর্থ, ফান এবং হাইপার। এছাড়াও রিসাইকেল রাবার এবং রিসাইকেল নাইলনের মতো একাধিক জিনিসের বহুল ব্যবহার দেখা গেছে গাড়িটির কেবিনে।

fisker ocean blue fisk web

দাম : ভারত ছাড়াও বিভিন্ন ইউরোপীয়ান কান্ট্রিতে লঞ্চ হবে এই গাড়ি‌। জার্মানিতে ফিস্কার ওসিয়ান ইভির দাম ভারতীয় মুদ্রায় 64.5 লাখ টাকা। তবে ভারতে এই দামে গাড়িটি লঞ্চ হওয়ার সম্ভাবনা বেশ কম। কারন বিভিন্ন ট্যাক্স বসানোর পর গাড়ির দাম পৌঁছে যাবে প্রায় 1 কোটির দোরগড়ায়। পাশাপাশি সংস্থাটি এটাও জানিয়েছিল যে, ভারত সরকারের অনুমোদন পেলে তারা এই দেশে এবং গাড়ি অ্যাসেম্বলি প্লান্ট গড়ে তুলতে পারে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর