লাগবে না কোন বিনিয়োগ! এই পাঁচটি ব্যবসা শুরু করুন আজই, দুদিনে হয়ে যাবেন মালামাল

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে অনেকেই রয়েছেন যারা চাকরির পাশাপাশি ব্যবসা করতে চাইছেন। আবার অনেকে কোথাও চাকরি না করে স্বাধীনভাবে উপার্জনের পথ খুঁজছেন। কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় পুঁজি। যদি মোটা টাকার বিনিয়োগ না করা যায় তাহলে অনেকেই ভাবেন যে সেই ব্যবসা সফল হতে পারেনা।

কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে অনেক কিছুই বদলেছে। সময়ের সাথে তাল মিলিয়ে এমন অনেক ধরনের ব্যবসার (Business) উৎপত্তি হয়েছে যেগুলি আপনারা সামান্য বিনিয়োগে বা জিরো ইনভেস্টমেন্টে (Investment) শুরু করতে পারেন। চলুন আজ আমরা জেনে নেব এমন পাঁচটি ব্যবসা সম্পর্কে-

মোমবাতি তৈরি: আমাদের জীবনে মোমবাতির চাহিদা কিন্তু বেশ চোখে পড়ার মতো। বিদ্যুৎ সংযোগে ঘাটতি ঘটলে অনেকেই বাড়িতে মোমবাতি ব্যবহার করেন। এছাড়াও ধর্মীয় স্থানে কিংবা বাড়িতে উপাসনার জন্য প্রয়োজন হয় মোমবাতি। সারা বছরই কোনও না কোনও পুজো লেগে থাকে। তাই আপনারা মোমবাতি তৈরি করে শুরু করতে পারেন আপনাদের ব্যবসায়িক জীবন। এছাড়া যদি ডিজাইনার মোমবাতি তৈরি করতে পারেন তাহলেও তার বেশ চাহিদা রয়েছে।

প্যাকিং এর কাজ: প্যাকিং এর জন্য বহু সংস্থা দায়িত্ব দিয়ে থাকে তৃতীয় কোনও ব্যক্তিকে। বহু সংস্থা রয়েছে যারা তাদের বাল্ক প্যাকিং এর দায়িত্ব অন্যদের দিয়ে থাকে। এমনকি এই প্যাকিংয়ের কাজ প্রদান করে flipkart-amazon এর মতো সংস্থাও। বিনিয়োগ ছাড়াই এই কাজ করে আপনারা অর্থ উপার্জন করতে পারেন।

আরোও পড়ুন : ৩০ টাকায় বিরিয়ানি! শুধু আলু নয়, থাকবে মাংসও, একবার খেলেই বারবার ছুটে যাবেন এই দোকানে

শাড়ি-জুয়েলারির ব্যবসা: আমাদের দেশে মহিলাদের শাড়ি-জুয়েলারির কীরকম চাহিদা রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। সামনে উৎসবের মরসুম আছে। এই সময় যদি আপনারা অল্প বিনিয়োগে শাড়ি বা গয়নার ব্যবসা শুরু করতে পারেন তাহলে বেশ লাভদায়ক হবে। বর্তমানে অনেকে সোশ্যাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে এই ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

বেবি সেটিং ব্যবসা: বর্তমান যুগে প্রত্যেক বাবা-মাই খুব ব্যস্ত। এই অবস্থায় তাদের চিন্তা থাকে তারা কোথায় সন্তানদের রেখে অফিসে বেরোবেন। এমন অবস্থায় ভারতের বিভিন্ন শহরে জনপ্রিয় হচ্ছে babysitting এর ব্যবসা। ছোট্ট একটি বাড়ি থেকে এই ব্যবসা শুরু করা যায়। নির্দিষ্ট সময় আপনাকে সামলাতে হবে গ্রাহকের সন্তানদের।

BUSINESS 2

ব্লগ/ইউটিউব ভিডিও: এমন বহু মানুষ রয়েছেন যারা ব্লগ লিখে বা youtube এ ভিডিও তৈরি করে প্রসিদ্ধি লাভ করেছেন ও অর্থ উপার্জন করছেন। আপনারা আপনাদের প্রিয় বিষয় নিয়ে লিখতে পারেন ব্লগে। এছাড়াও আপনি যে বিষয়ে পটু সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন ইউটিউবে। বিকল্প উপার্জন হিসেবে youtube খুবই আকর্ষণীয় একটি মাধ্যম।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর