বড়সড় সাফল্য সেনার, গুলির লড়াইয়ে নিকেশ করা হলো ৫ নকশাল

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার সাতসকালে মহারাস্ট্রের  খোব্রামেন্ধা  বন এলাকায় (Khobramendha Forest Area) গাদছিরোলি (Gadchiroli) পুলিশের সাথে দীর্ঘ লড়াইয়ে দুই মহিলাসহ পাঁচজন নকশাল নিকেশ হয়।

শনিবার পুলিশ একটি কম্বিং অপারেশন (Combing Operation) শুরু করেছিল। সেদিনই নকশালদের (Naxal) সাথে ব্যাপক গুলির লড়াই হয়। তারপর নকশালরা সেখান থেকে পালানোর পরে পুলিশ তিনটি প্রেসার কুকার বোমা উদ্ধার করে। তারপর এদিন অর্থাৎ সোমবার সুরক্ষা বাহিনী সকাল সাড়ে টার দিকে পুনরায় দলবদ্ধ হয়ে ২৫ জনের নকশাল দলের সাথে ফের লড়াই হয়।

এনিয়ে পুলিশ আধিকারিক সন্দীপ পাতিল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, শনিবার সকাল সাড়ে সাত টার দিকে সি-৬০ কমান্ডোর (C60 Commandos) একটি গোয়েন্দা ভিত্তিক অভিযানে ২৫ জন নকশালের সন্ধান মেলাতেই সংঘর্ষ শুরু হয়। এতে দুই মহিলা সহ ৫ নকশাল খতম হয়েছে। তিনি আরও বলেন, শনিবার পুলিশ অভিযান শুরু করেছিল এবং ওইদিন নকশালদের সাথে দুবার গুলির লড়াই হয়।

Naxals

নকশালরা সেদিন একটি ৩০৩ রাইফেল, ম্যাগাজিন ও কার্তুজ, তিনটি প্রেসার কুকার বোমা, বৈদ্যুতিক তারের বান্ডিল, সোলার প্লেট, ফায়ার ক্র্যাকার বোমা এবং প্রতিদিনের ব্যবহারিক উপকরণ ও বিশাল পরিমাণ ওষুধ রেখে পালিয়ে যায়। রবিবার সন্ধ্যায় প্রায় ২৫০ জাওয়ানের সমন্বয়ে গঠিত ১০টি দল ওই অভিযানকে হস্তান্তর করে এবং পরে প্রায় ২০০ জন জাওয়ান নিয়ে গঠিত আটটি নতুন দল এই অভিযানে অংশ নেই। এই নতুন দলগুলির সাথে সোমবার নকশালরা মুখোমুখি হয়েছে।

সন্দীপ পাতিল এও জানালেন যে, ২৫ জন নকশালরা টিপগড় দালাম এবং ৪ টি সংস্থার অন্তর্ভুক্ত ছিল।

সম্পর্কিত খবর