বাংলাহান্ট ডেস্ক: গান আসে, গান যায়। আজ যে গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Song), দুদিন পর তার জায়গা নেবে অন্য একটি গান। তেরি মেরি, মানিকে মাগে হিতের মতো কতোই না গান এল গেল। এখন আর সেসব গান নিয়ে তেমন উন্মাদনা চোখে পড়ে না। তারপর বাজার কাঁপালো ‘কাঁচা বাদাম’ (Kacha Badam)।
দুবরাজপুরের সহজ সরল বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর একটি গানের দৌলতেই হয়ে উঠলেন সেলিব্রিটি। মানতে হবে, বেশ অনেকদিন ধরেই জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। উন্মাদনা আগের থেকে অনেকটা কমে এলেও এখনো সোশ্যাল মিডিয়ায় খুঁজলে ‘কাঁচা বাদাম’ এর তালে নাচার ভিডিও পাওয়া যাবেই। এমনকি বাদ যায়নি পুলিসকর্মীরাও।
সম্প্রতি এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে পাঁচজন পুলিস কর্মীকে দেখা গিয়েছে কাঁচা বাদামের তালে নাচতে। চারজন পুরুষ ও মহিলা পুলিস কর্মী সার দিয়ে কোমর দোলালেন ভুবনের গানে। পুলিসের উর্দিতেই নাচতে দেখা গেল তাঁদের। শেষের দিকে অবশ্য হাসতে হাসতে নাচ বন্ধ করে দিলেন কয়েকজন।
পুলিস বলে কি একটু মজা করা যাবে না? এমনি ক্যাপশন দিয়ে ভিডিও টুইট করা হয়েছে। এখনো পর্যন্ত ৪ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে। অনেকেই বেশ মজা পেয়েছেন পাঁচ পুলিস কর্মীর নাচ দেখে। আবার কয়েকজন প্রশ্ন তুলেছেন, পুলিসের উর্দি পরে নাচ কেন? এতে উর্দিটাকে অসম্মান করা হয়।
Why shouldn’t khaki have some fun. Watch out on left and right most. pic.twitter.com/izKTzrq0Sm
— Da_Lying_Lama🇮🇳 (@GoofyOlives) March 21, 2022
তবে নেটিজেনরা যতই রাগ দেখান না কেন, কাঁচা বাদামের জনপ্রিয়তা কিন্তু অপ্রতিরোধ্য। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে ভুবনের মেঠো সুর। অবশ্য কাঁচা বাদাম এর রিমিক্সটাই বেশি ভাইরাল হয়েছে। উপরন্তু আরেকটি নতুন গানও রেকর্ড করে ফেলেছেন বাদাম কাকু।
নিজের নতুন গাড়ি নিয়ে গান লিখেছেন ভুবন। গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছিলেন। সেই গাড়ি দুর্ঘটনা নিয়েই আস্ত একখানা গান বানিয়ে ফেলেছেন ভুবন। কীভাবে দুর্ঘটনা ঘটল, ঈশ্বরের কৃপায় কীভাবে তিনি বেঁচে ফিরলেন সবটাই জানিয়েছেন গানের সুরে। সেটাই সম্প্রতি রেকর্ড করেছেন মুম্বই গিয়ে।