বাংলা হান্ট ডেস্ক: বাবা মানে বটবৃক্ষ। সবসময় সন্তানের সামনে ঢাল হয়ে থাকে বাবা। ডিজনির বিলাস বহুল ক্রুজে (Cruiz Ship) চড়ে বাবার সঙ্গে সফরে বেরিয়েছিল মেয়ে। কিন্তু,সেই আনন্দ মুহুর্ত মিলিয়ে গেল বিষাদ। সূত্রের খবর,ছোট্ট মেয়েকে নিয়ৈ চার দিনের সফরে বেরিয়েছিল বাবা। ১৫ তলার ডেকের ক্রুজের চারতলা থেকে মাঝ সমুদ্রে পড়ে গেল মেয়ে। মেয়েকে বাঁচাতেই তড়িঘড়ি জলে ঝাঁপ দেয় বাবা। এই ঘটনায় ক্রুজে থাকা সকলেই হতভম্ব হয়ে যায় ঘটনাটি ঘটেছে,আমেরিকার ফ্লোরিডার (Florida) কাছের এমনকি এই ঘটনার ভিডিও বর্তমানে ভাইরাল (Viral) সোশ্যাল মিডিয়ায়।

মেয়েকে বাঁচাতে ক্রুজ থেকে ঝাঁপ বাবার (Cruiz Ship)
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে। ডিজনি ড্রিম ক্রুজ শিপে চড়ে আমেরিকার প্রায় ৪০০০ জন সমুদ্র ভ্রমণে বেরিয়েছিল। কথা ছিল, বাহামা দ্বীপপুঞ্জ ঘুরে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে পৌঁছবে। ক্রুজটা ছিল ১৪ তলার ডেক সহ অত্যাধুনিক ব্যবস্থা। এমনকি প্রতিটি ডেকে ছিল কড়া সুরক্ষা।
সেই ক্রুজের চারতলায় দাঁড়িয়ে ছিল বছর ৫-এর মেয়েটি। এমনকি মেয়েটিকে সুন্দর ছবি তুলে দিচ্ছিলেন তার বাবা। তবে, এই ভালো সময়ের মধ্যে ঘটে গেল বিপদ। আচমকাই মেয়েটি সুরক্ষার ফাঁক গোলে সমুদ্রে পড়ে যায়। মেয়েকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় বাবা। আর এইসব দেখে আতঙ্কিত হয়ে ওঠেন ক্রুজে থাকা অন্যান্য যাত্রীরা।
আরও পড়ুন: এক ধাক্কায় দাম কমল সোনার, বাজারে ১ ভরি সোনার দাম কত হল? জানুন…
এই ঘটনার জানাজানি সাথে সাথে কড়া পদক্ষেপ নেন ক্রুজের চালক। ক্রুজের চালক কেবিন থেকে সঙ্গে সঙ্গে তাদেরকে লাইভ সেভিং জ্যাকেট ছুঁড়ে দেয়। পাশাপাশি কমিয়ে দেওয়া হয় ক্রুজের গতি। প্রায় দশ মিনিট ধরে যুদ্ধকালীন তৎপরতায় সমুদ্র থেকে বেঁচে ফেরেন বাবা ও মেয়ে। এই প্রসঙ্গে, ডিজনির তরফ থেকে জানায়, ‘আমাদের ক্রু মেম্বাররা অতি দ্রুত অ্যাকশন নিয়েছেন। খুব কম সময়ের মধ্যেই বাবা-মেয়েকে উদ্ধারকারী বোট উদ্ধার করেছে। তারা আরও জানান, আমাদের সুরক্ষা বলয় যে বেশ শক্তপোক্ত, ”এই ঘটনাই তার প্রমাণ।”