৭, ৮ নয়; একেবারে মিলছে ৯.৫% সুদ! ফিক্সড ডিপোজিটে ধামাকা অফার এই ব্যাঙ্কের

বাংলাহান্ট ডেস্ক : ফিক্সড ডিপোজিট (FD) এখনও ভারতের অন্যতম জনপ্রিয় বিনিয়োগ মাধ্যমের স্থান ধরে রেখেছে। যতই শেয়ার, মিউচুয়াল ফান্ড আসুক না কেন, FD-তে সকলের ভরসা অটুট। নিশ্চিত রিটার্নই এর মূল কারণ। আর সেই কারণেই স্থায়ী আমানতে সঞ্চয় বিনিয়োগ করা পছন্দ করেন অধিকাংশ ব্যক্তি।

শুধু তাই নয়, প্রবীণ নাগরিকদের বেশিরভাগই অবশ্য বিনিয়োগে নিরাপত্তা খোঁজেন। ব্যাঙ্কগুলি এক্ষেত্রে বেশি সুদের পাশাপাশি নিরাপত্তাও দিয়ে থাকে। প্রবীণ নাগরিকদের জন্য বিনিয়োগে দেশের সেরা ব্যাঙ্কগুলির কোনটি কত শতাংশ সুদ অফার করে, তা দেখে নেওয়া যাক। আজকের প্রতিবেদনে দুটি সংস্থা নিয়ে আলোচনা করা হল।

আরোও পড়ুন : কোডেই লুকিয়ে আছে কামাল! ল্যাপটপের ব্যাটারি তাড়াতাড়ি ফুরিয়ে যাওয়ার কারণ জানুন এইভাবেই

Unity Small Finance Bank : একাধিক বড় ব্যাঙ্কের তুলনায় স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি বেশি সুদ দিয়ে থাকে ৷২ ফেব্রুয়ারি Unity Small Finance Bank তাদের এফডি-র সুদের হার বদল করেছে ৷ সিনিয়র সিটিজেনদের ১০০১ দিনের এফডি-তে প্রায় ৯.৫০ শতাংশ সুদ দিচ্ছে ৷ ৫০১ ও ৭০১ দিনের এফডি-তে ব্যাঙ্কের সুদ যথাক্রমে ৯.২৫ ও ৯.৪৫ শতাংশ৷ 

fixed deposit money

Punjab National Bank : এই ব্যাঙ্ক সুদের হার ১ ফেব্রুয়ারি ২০২৪-এ রিভাইজ করেছে ৷ রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে ৪০০ দিনের এফডি-তে ৭.৭৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ ব্যাঙ্ক ৩০০ দিনের এফডি-তে সুদের হার ৮০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.৫৫ শতাংশ করে দিয়েছে ৷ সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে যা ৭.৮৫ শতাংশ ৷

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর