বাংলাহান্ট ডেস্ক : এনবিএফসি বা নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলিকে ভারতের শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ন্ত্রণ করে। সাধারণ ব্যাংকের তুলনায় এই সংস্থাগুলি স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) অধিক মাত্রায় সুদ দিয়ে থাকে। আজ আমরা জেনে নেব বাজাজ ফাইন্যান্স, LIC হাউসিং ও ICICI হোম ফাইন্যান্সের মতো পাঁচটি এমন সংস্থা সম্পর্কে যেগুলি আপনাকে নয় শতাংশ পর্যন্ত সুদ প্রদান করতে পারে।
১.বাজাজ ফাইন্যান্স- ফিক্সড ডিপোজিটে আকর্ষণীয় সুদ অফার করছে বাজাজ ফাইন্যান্স। এই সংস্থায় বিনিয়োগকারীরা স্থায়ী আমানতের উপর 7.70 থেকে 8.60 শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। 15 মাস থেকে 44 মাসের মধ্যে আমানতের উপর আকর্ষণীয় অফার রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য।
আরোও পড়ুন : এক ভুলেই জীবন শেষ! ফোনের কভারের মধ্যে কখনোই রাখবেনই না এই জিনিসগুলো, তাহলেই বড় বিপদ
২. সুন্দরম ফাইন্যান্স- এই সংস্থা বার্ষিক 7.60 শতাংশ থেকে 8.50 শতাংশ পর্যন্ত সুদ প্রদান করছে স্থায়ী আমানতের উপর। প্রবীণ নাগরিকরা স্থায়ী আমানতের উপর পাবেন অতিরিক্ত 0.50% সুদ। সেক্ষেত্রে প্রবীণ নাগরিকরা ৯ শতাংশ পর্যন্ত সুদ লাভ করতে পারবেন সুন্দরম ফাইন্যান্স থেকে।
৩. LIC হাউজিং ফাইন্যান্স- বিনিয়োগকারীদের জন্য অন্যতম শ্রেষ্ঠ সংস্থা হতে পারে LIC হাউজিং ফাইন্যান্স। এই সংস্থা বিনিয়োগকারীদের স্থায়ী আমানতের উপর প্রদান করে থাকে 7 শতাংশ থেকে 7.75 শতাংশ পর্যন্ত সুদ। আপনারা ন্যূনতম কুড়ি হাজার টাকা থেকে এই সংস্থায় বিনিয়োগ করতে পারেন।
৪. ICICI হোম ফাইন্যান্স– 7.25 শতাংশ থেকে 7.75 শতাংশ সুদ প্রদান করে ICICI হোম ফাইন্যান্স। 7.65 শতাংশ থেকে 7.85 শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন প্রবীণ নাগরিকরা।
৫. মুথুট ফাইন্যান্স- বিনিয়োগকারীদের জন্য সেরা একটি বিকল্প হতে পারে মুথুট ফাইন্যান্স। স্থায়ী আমানোতে এই সংস্থা 6.25 শতাংশ থেকে 7.25 শতাংশ পর্যন্ত সুদ প্রদান করে থাকে।