বাংলাহান্ট ডেস্ক : সাধারণ মধ্যবিত্ত মানুষের সঞ্চয়ের সেরা মাধ্যম ব্যাংক ও পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। নিরাপদ ও নিশ্চিত আয়ের আশায় লক্ষ লক্ষ মানুষ বিনিয়োগ করে থাকেন ফিক্সড ডিপোজিটে। ব্যাংকগুলি মাঝেমধ্যেই পরিবর্তন আনে ফিক্সড ডিপোজিটের সুদের হারে।
ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদের হারে বদল
তবে এবার লক্ষ লক্ষ গ্রাহকের মুখে হাসি ফুটিয়ে ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) দুর্দান্ত সুদের হার অফার করছে কর্ণাটক ব্যাংক। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদার পর ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল কর্ণাটক ব্যাংক। ৩ সেপ্টেম্বর থেকে নতুন সুদের হার প্রযোজ্য হয়েছে বলে জানা গেছে।
৩ কোটি টাকার নিচে স্থায়ী আমানতের উপর কর্ণাটক ব্যাঙ্ক অফার করছে ৩.৭৫ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ সুদ। ৩.৭৫ শতাংশ থেকে ৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে প্রবীণ নাগরিকদের। ৩৭৫ দিনের ফিক্সড ডিপোজিটে পাওয়া যাচ্ছে সব থেকে বেশি সুদ। কর্ণাটক ব্যাংক এই মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ গ্রাহকের ৭.৫০ শতাংশ ও প্রবীণ গ্রাহকদের ৮ শতাংশ সুদ প্রদান করছে।
আরোও পড়ুন : ‘সরকার আজ আছে, কাল হয়তো…. ‘, হঠাৎ একী কথা বলে বসলেন দেব! কিন্তু কেন?
কর্ণাটক ব্যাংকের (Karnataka Bank) ৪৬ দিন থেকে ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) মিলছে ৪.০০ শতাংশ সুদ। প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে ৪.২৫% সুদ। ১৮০ দিন থেকে ১ বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৬.২৫% ও প্রবীণ নাগরিকদের ৬.৫০% সুদ দেওয়া হচ্ছে।
১ বছর থেকে ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৭.৩৫% ও প্রবীণ নাগরিকদের ৭.৮৫%, ২৫০ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৬.৭৫% ও প্রবীণ নাগরিকদের ৭%, ৩৭৫ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৭.৫০% ও প্রবীণ নাগরিকদের ৮% সুদ প্রদান করছে কর্ণাটক ব্যাংক।