বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে আকাশছোঁয়া বিমানভাড়া (Flight Tickets)। দীপাবলির মরসুমে যেমন আলো ঝলমল উৎসবমুখরতা, তেমনই বেড়েছে ঘোরাঘুরির উন্মাদনা। কিন্তু এই আনন্দযাত্রার মাঝেই যাত্রীদের কপালে ভাঁজ ফেলেছে বিমানভাড়ার অগ্নিমূল্য। চলতি বছরও ব্যতিক্রম নয়—দীপাবলিকে ঘিরে ফের রেকর্ড ছুঁয়েছে বিমানভাড়া। দেশের নানা রুটে একমুখী টিকিটের দাম পৌঁছে গিয়েছে সর্বোচ্চ ৪০ হাজার টাকায়। ভ্রমণ সংস্থাগুলির দাবি, বিপুল চাহিদার জেরে বহু রুটে ভাড়া ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
দীপাবলির মরশুমে আকাশছোঁয়া বিমান ভাড়া (Flight Tickets)
একাধিক অনলাইন ট্র্যাভেল পোর্টালের তথ্য অনুযায়ী, জনপ্রিয় রুটগুলিতে বিমানভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে। গড় হিসাবে বিমানভাড়ার (Flight Tickets) বৃদ্ধি প্রায় ৩৬ শতাংশ। উদাহরণস্বরূপ, বেঙ্গালুরু–কানপুর রুটে একমুখী টিকিটের দাম পৌঁছেছে ৪০ হাজার টাকায়, যেখানে গতবছর একই রুটে এই ভাড়া ছিল প্রায় অর্ধেক। মুম্বই–পটনা রুটে গড় ভাড়া ৯ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১৪ হাজার ৫৪০ টাকায় উঠেছে। বেঙ্গালুরু–লখনউ রুটে ৬ হাজার ৭২০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯ হাজার ৮৯৯ টাকা, আর পুনে–নাগপুরে একমুখী টিকিটের দাম প্রায় ১৯ হাজার টাকা ছুঁয়েছে।
আরও পড়ুন:মেড ইন ইন্ডিয়া’য় বিশ্ব জয়! অ্যাপেল রপ্তানিতে রেকর্ড গড়ল ভারত, ছ’মাসে ১০ বিলিয়ন ডলারের আইফোন বিদেশে
অন্যদিকে, হায়দরাবাদ থেকে কলকাতা ও নাগপুর রুটে, যা সাধারণত ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৫০০ টাকার মধ্যে থাকে, সেখানে এখন ভাড়া (Flight Tickets) পৌঁছেছে ১১ হাজার ৫০০ থেকে ১৬ হাজার ৫০০ টাকার মধ্যে। হায়দরাবাদ–দিল্লি রুটেও বিমানভাড়া লাফিয়ে উঠেছে ১৮ হাজার ৫০০ টাকায়। সবচেয়ে বেশি চাপ পড়ছে দীপাবলির পরদিনের ফ্লাইটগুলিতে। যেমন দিল্লি–পটনা রুটে ভাড়া ১২ হাজার থেকে বেড়ে ২০ হাজার টাকা, মুম্বই–বারাণসী ১৪ হাজার থেকে ১৮ হাজার টাকা, আর দিল্লি–ধর্মশালা ১১ হাজার থেকে ১৬ হাজার টাকায় পৌঁছেছে। শুধু অভ্যন্তরীণ রুটই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে। দুবাই, সিঙ্গাপুর, ব্যাঙ্কক ও লন্ডনের মতো জনপ্রিয় গন্তব্যে টিকিটের দাম গত বছরের তুলনায় অনেকটাই বেশি। বিশেষ করে স্বল্প দূরত্বের আন্তর্জাতিক যাত্রায় ভাড়া বেড়েছে ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত।
পরিসংখ্যান বলছে, ১৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে দেশজুড়ে ফ্লাইট বুকিং (Flight Tickets) বেড়েছে ৬০–৬৫ শতাংশ। ধর্মীয় পর্যটন, উৎসব উপলক্ষে বাড়ি ফেরা এবং দীর্ঘ ছুটির ভ্রমণ—সব মিলিয়ে বিমান সংস্থাগুলির চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভারতীয় রেলওয়ে-ও পিছিয়ে নেই—১৫০টি বিশেষ ট্রেন চালু করেছে এবং ফিরতি টিকিটে ২০ শতাংশ ছাড় দিচ্ছে ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ’-এর আওতায়। এবার দীপাবলির সময় আন্তর্জাতিক যাত্রী আগ্রহও বেড়েছে ৬৭ শতাংশ। মূলত সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফিরছেন বহু ভারতীয়। অভ্যন্তরীণ ভ্রমণে অযোধ্যা, পাটনা ও লখনউ সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে, যেখানে অযোধ্যায় বুকিং বেড়েছে ১০০ শতাংশেরও বেশি—মূল কারণ ধর্মীয় পর্যটন।
আরও পড়ুন:রাত পোহালেই পাল্টি মারবে আবহাওয়া! দক্ষিণবঙ্গ নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর? আগামীকালের পূর্বাভাস
অন্যদিকে, বিদেশ ভ্রমণে ভারতীয় পর্যটকদের শীর্ষ পছন্দ দুবাই, বালি, ব্যাঙ্কক, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। অনেকে আবার ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ডের মতো ইউরোপীয় গন্তব্য বেছে নিচ্ছেন দীপাবলির দীর্ঘ ছুটি কাটাতে। এ বছর বিশেষ জনপ্রিয় হয়েছে ‘স্মার্ট লাক্সারি’ ট্র্যাভেল—ছোট কিন্তু বিলাসবহুল অভিজ্ঞতার ভ্রমণ প্যাকেজ । স্থানীয় কটেজ, ডেজার্ট সানসেট, বেয় ক্রুজ, স্পা, ইয়ট সানসেট ও হট-এয়ার বেলুনের মতো প্রিমিয়াম অভিজ্ঞতার বুকিং বেড়েছে ৪৪ শতাংশ।
এইসব মিলিয়ে দীপাবলির আগে ভারতের ভ্রমণচিত্র একেবারেই উৎসবমুখর, তবে সঙ্গে জুড়েছে আকাশছোঁয়া বিমানভাড়ার (Flight Tickets) চাপ, যা যাত্রীদের বাজেটে বড় ধাক্কা দিচ্ছে।