বাংলাহান্ট ডেস্ক: ফ্লিপকার্টের বার্ষিক মেগা সেল ইভেন্ট Big Billion Days 2025 (Flipkart Big Billion Days 2025) শুরু হতে চলেছে ২৩ সেপ্টেম্বর। তবে প্লাস মেম্বাররা এর আর্লি এক্সেস পেয়েছেন ২২ সেপ্টেম্বর থেকেই। এই বছরের সেলটিতে ৫০টিরও বেশি স্মার্টফোন মডেলের উপর বড় ডিসকাউন্টের প্রত্যাশা করা হচ্ছে। নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন বা কাউকে গিফট দিতে চাইছেন, তাদের জন্য ফ্লিপকার্টের সেল একটি সোনার সুযোগ। বাজেট অনুযায়ী সঠিক অপশন বেছে নেওয়া এবার সহজ হবে।
সব রেঞ্জের ফোনেই দারুন অফার ফ্লিপকার্টে Flipkart Big Billion Days 2025)
সবচেয়ে কম দামের প্রাইস রেঞ্জে এন্ট্রি-লেভেল ৫জি ফোন এবং বাজেট মডেলগুলো পাওয়া যাচ্ছে। Samsung Galaxy F05 এবং Realme C61 প্রায় ৬,২৪৯ টাকা থেকে শুরু হচ্ছে। Poco M7, Poco C71 এবং Realme P3 Lite প্রায় ৬-৭ হাজার টাকার মধ্যে ভালো ফিচার এবং উন্নত ডিসপ্লে অফার করছে। এছাড়া Infinix Hot 60i এবং AI+ Nova ব্র্যান্ডের ফোনগুলোও এই বাজেটে পাওয়া যাচ্ছে। এই ক্যাটাগরিটি মূলত শিক্ষার্থী এবং প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উপযুক্ত (Flipkart Big Billion Days 2025)।
আরও পড়ুন:একী কাণ্ড পাকিস্তানে! নিজের দেশেই পাক সেনার বিমানহানা, মর্মান্তিক মৃত্যু ৩০ জনের
যদি বাজেট একটু বেশি হয়, তবে ক্যামেরা এবং পারফরম্যান্স—দুটি দিকেই ভালো অপশন পাওয়া যাবে। Redmi Note 14 SE (১১,৪৯৯), Realme P3x (১০,৯৯৯) এবং Poco M7 Plus (১০,৯৯৯) এই রেঞ্জের সেরা ফোন। এছাড়া Samsung Galaxy F36 (১৪,৯৯৯) এবং Nothing CMF 2 Pro (১৪,৯৯৯) তাদের ডিজাইন এবং ৫জি সাপোর্টের কারণে যুবকদের মধ্যে জনপ্রিয় (Flipkart Big Billion Days 2025)।
২০ হাজার টাকার কম দামের ফোন এখন প্রায় ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দিচ্ছে। Samsung Galaxy A35 (১৭,৯৯৯) এই রেঞ্জের সবচেয়ে নির্ভরযোগ্য ফোন বলে বিবেচিত। Vivo T4R, T4, Tecno Pova 7 Pro এবং Infinix GT 30 (১৫,৯৯৯) ভালো পারফরম্যান্স এবং বড় ব্যাটারি অফার করছে। এই সেগমেন্ট মূলত তাদের জন্য যারা বেশি খরচ করতে চান না কিন্তু ব্যালেন্সড ফোন চান (Flipkart Big Billion Days 2025)।
২৫ হাজার টাকার বাজেটে প্রায় ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার পাওয়া যায়। Nothing Phone (3a) (২০,৯৯৯) এবং Realme P3 Ultra (২২,৯৯৯) এই ক্যাটাগরির শীর্ষ পছন্দ। OPPO K13 Turbo (২১,৯৯৯) এবং Infinix GT 30 Pro (২০,৯৯৯) গেমিং এবং হাই-স্পিড পারফরম্যান্সের জন্য ভালো। Nothing Phone 3a Pro (২৪,৯৯৯) স্টাইল এবং ক্যামেরা—দুটি দিকেই বিশেষ। এই বাজেটে প্রায় প্রিমিয়াম কোয়ালিটি পাওয়া যায় (Flipkart Big Billion Days 2025)।
Poco F7 (২৮,৯৯৯) এবং OPPO K13 Turbo Pro (২৯,৯৯৯) এই প্রাইস ব্র্যাকেটে সবচেয়ে শক্তিশালী হিসেবে ধরা হচ্ছে। যারা ফ্ল্যাগশিপ ফিচার চাচ্ছেন কিন্তু কম দামে, তাদের জন্য এই রেঞ্জ সঠিক (Flipkart Big Billion Days 2025)।
আরও পড়ুন: “পাক অধিকৃত কাশ্মীর নিজেই ভারতের অংশ হবে”, রাজনাথের স্পষ্ট বার্তায় ঘুম উড়ল পাকিস্তানের
প্রিমিয়াম স্মার্টফোনের মধ্যে Apple iPhone 16 সিরিজ (৫১,৯৯৯ থেকে শুরু), Samsung Galaxy S24 (৩৯,৯৯৯) এবং Google Pixel 9 (৩৪,৯৯৯) আছে। এই ফোনগুলোতে দীর্ঘ সময়ের সফটওয়্যার আপডেট, শীর্ষ পর্যায়ের ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইন পাওয়া যায়। ফোল্ডেবল ফোন পছন্দকারীদের জন্য Motorola Razr 60 (৩৯,৯৯৯) এবং Pixel 9 Pro Fold (৯৯,৯৯৯) পাওয়া যাচ্ছে (Flipkart Big Billion Days 2025)।
ফ্লিপকার্ট Big Billion Days 2025 স্মার্টফোন কেনার জন্য সোনার সুযোগ। ১০,০০০ থেকে ১ লাখ টাকার বাজেটে, প্রতিটি রেঞ্জে রয়েছে কিছু না কিছু ভালো ফোন। বিশেষ করে বাজেট এবং মিড-রেঞ্জ সেগমেন্টে বড় ডিলের আশা করা হচ্ছে (Flipkart Big Billion Days 2025)।