ভারী বর্ষণে বাংলাদেশের চট্টগ্রামে জলবন্দি বহু মানুষ

বাংলাহান্ট ডেস্ক: ভারী বর্ষণে বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া,বাঁশখালী,আনোয়ারা, সাতকানিয়া, পটিয়া চন্দনাইশ ও বোয়ালখালী উপজেলায় লক্ষাধিক মানুষ জলবন্দি হয়ে রয়েছেন। এই লেখাগুলির সবকটি নদী ও খালের জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বাভাবিকভাবেই সাধারন জনজীবন বিপর্যস্ত হচ্ছে। পর্যাপ্ত খাবার ও পানীয় জলের সমস্যা দেখা দিচ্ছে। সরকারের তরফ থেকে বরাদ্দ ব্যবস্থা এখনো কি তাদের কাছে পৌঁছয়নি।

চট্টগ্রাম বান্দরবান সড়ক জলের তলায় থাকার কারনে দুদিন ধরে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। এ বন্যায় ব্যাপক ক্ষতি হয়ে গিয়েছে সবজি চাষীদের তাছাড়া মৎস্য খামারের মাছ বন্যার জলে ভেসে যায় ব্যাপক ক্ষতি হয়েছে তাদেরও।বহু স্কুলে জল ঢুকে যাওয়ায় বন্ধ রয়েছে স্কুলগুলি।

সম্পর্কিত খবর