বাংলাহান্ট ডেস্কঃ প্রতিবাদের আজব নিয়ম। মদের (Alcohol) লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনের গায়ে ফুল ছুঁড়ে প্রতিবাদ জানালেন এক ব্যক্তি। এবং সঙ্গে বললেন, করোনা (COVID-19) পরিস্থিতিতে দুর্বল অর্থনীতিতে আপনারাই তো দেশের অর্থনীতি। স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানাতে গত ৩ রা মে হেলকপ্টারে করে দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালের উপর পুষ্পবৃষ্টি করা হয়েছিল। কিন্তু এক ঠিক উল্টো চিত্র দেখা গেল মদের দোকান খোলার প্রতিবাদে, লাইনে দাঁড়ানো মদ প্রেমীদের উপর পুষ্পবৃষ্টি করলেন দিল্লীর এক ব্যক্তি।
দোকানের সামনে রেকর্ড লাইন
করোনা ভাইরাসের জেরে জারী হওয়া লকডাউনে দেশের অর্থনীতি একেবারে তলানিতে এসে ঠেকেছে। এইসময় গ্রীন জোন এবং অরেঞ্জ জোনের কিছু কিছু এলাকায় ছাড় দেওয়া হয়েছে ছোট দোকান খোলার জন্য। কিন্তু প্রথম দুই দফা লকডাউনে যা মেলেনি, তৃতীয় দফায় এসে তা মিলে গেল। কন্টেনমেন্ট জোন ছাড়া বাকি জায়াগ্য মদের দোকানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সরকার। সোমবার থেকে এই ছাড় তুলে নেওয়ায়, বিভিন্ন প্রান্তের মদের দোকানের লম্বা লাইন ভেঙ্গে দিল সব রেকর্ড। লকডাউনের মাঝে একদিনেই রেকর্ড পরিমাণ অর্থ উপার্জন করল সরকার।
মদের দোকানে ছাড় দেওয়ায় ক্ষিপ্ত একাংশ
ছাড়পত্র মিলতেই সোমবার সকাল থেকেই লাইন পড়ে গেছিল মদের দোকানের সামনে। সামাজিক দূরত্বের কোন বালাই ছিল না সেই লাইনে। শেষমেশ না পেরে পুলিশের উপরই দেওয়া হয় লাইন নিয়ন্ত্রণের ভার। লকডাউনে যেখানে দেশের মানুষের অন্নের সমস্যা হচ্ছে, পড়ুয়াদের পড়াশোনা বন্ধ, দেশের অর্থনীতির হাল বেহাল এমনকি মানুষের জীবন যেখানে সংশয়ের মধ্যে রয়েছে, সেখানে মদের দোকান খোলার ছাড়পত্র দেওয়া নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন বহু মানুষ।
মদের লাইনে দাঁড়ানো ব্যক্তিদের উপর পুষ্পবৃষ্টি
নিজের রাজ অভিমান সব উগড়ে দিয়ে দিল্লির চান্দেরনগরের এক ব্যক্তি সরকারের এই নির্দেশিকার আজব ভাষায় প্রতিবাদ জানালেন। মদের লাইনে অপেক্ষারত ব্যক্তিদের উপর ছুঁড়ে দিলেন ফুল। এবং বললেন, তলানিতে যাওয়া অর্থনীতিতে, আপনারাই তো দেশের অর্থনীতি। দেশের লক্ষ লক্ষ মানুষ যেখানে এই সংকটের দিনে লকডাউনের মান্যতা করে গৃহবন্দি হয়ে রয়েছে, সেখানে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানালেন তিনি।