শত চেষ্টার পরেও হচ্ছেন ব্যর্থ! তাহলে মেনে চলুন চাণক্যের এই ৬ নীতি, সাফল্য ধরা দেবেই

Published On:

বাংলা হান্ট ডেস্ক : অর্থনীতি, রাজনীতি এবং কূটনীতির ভান্ডার বলা হয় চাণক্যকে। চাণক্য তার নীতি শাস্ত্রে ব্যবসা, ব্যক্তিগত এবং বিবাহিত জীবন সম্পর্কিত প্রায় সব বিষয়েই নিজের সুচিন্তিত মতামত রেখেছেন তিনি। বিপদসঙ্কুল অবস্থায় আজও অনেকেই চানক্য নীতির শরনাপন্ন হয়ে থাকেন। যে কোনও বিষয়ের গভীরে গিয়ে পর্যালোচনা করতে জানতেন। সেই কারণে এত হাজার বছর পরেও তার উপদেশ আজও সমান ভাবে কার্যকরী ও উপযোগী। জেনে নিন জীবনে সফল হওয়ার জন্য কী কী পরামর্শ দিয়েছেন তিনি?

যে সন্তান বাবা মায়ের সেবা করে গোটা পরিবারের খেয়াল রাখে, সে-ই প্রকৃত সন্তান। চাণক্য নীতি অনুযায়ী, বন্ধু তো সে যাকে বিশ্বাস করা যায়। একজন আদর্শ স্ত্রী তার সংসারকে সুখে রাখে। তিনি বলেছেন, এই সমাজের প্রতিটা মানুষ যদি নিজের নিজের দায়িত্ব পালন করে তাহলে সবাই সুখে থাকতে পারে।

তিনি আরো বলেছেন, লক্ষ্য পূরণের জন্য সিংহের ন্যায় আচরণ করতে হবে। সিংহ যেমন তার শিকারের উপর থেকে দৃষ্টি সরায়না, তেমনই মনোযোগ দিয়ে শিকার খুঁজতে হবে। একজন ব্যক্তিকে তার সমস্ত শক্তি ও মনযোগ তার লক্ষ্যের দিকে স্থির রাখতে হবে।

চাণক্যের মতে, মানুষের প্রকৃতি খুব একটা সহজ সরল না হওয়াই ভালো। জঙ্গলের বড় গাছ যেমন আগে কাটা পড়ে তেমন চতুর মানুষরাও নিজেদের লাভের জন্য আগে সহজ সরল মানুষদেরই নিশানা বানায়।

তবে চাণক্য এটাও বলেছেন যে, সব খারাপের মধ্যেই কিছু ভালো আছে। ধুলোর মধ্যে পড়ে থাকা সোনার মূল্য কমে যায়না। তাই খারাপের মধ্যে পড়ে থাকা সোনাকে সযত্নে তুলে রাখতে হয়। তেমনই তোমার থেকে মানে নীচু কেউ কোনও পরামর্শ দিলে তা নেওয়ার মতো হলে অবশ্যই গ্রহণ করো।

জীবনে কোন জিনিসটা করা উচিত আর কোন জিনিসটা করা উচিত নয়, এই বিষয়টা যদি কেউ ভালো বুঝতে পারে তাহলে তার কাছে জীবন অনেকটাই সহজ। ভালো ও মন্দর জ্ঞান তার সবথেকে বেশি রয়েছে। এমন ব্যক্তি জীবনে সাফল্য লাভ করেন।

সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অর্থ সঞ্চয় করা। ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য অর্থ সঞ্চয় জরুরি। নিজের পরিবারকে রক্ষা করতে গেলে অর্থ প্রয়োজনে সম্পূর্ণ খরচ করে ফেলতে হবে। তবে এসবের জন্য নিজের আত্মাকে বিক্রি করে দেওয়া যাবেনা।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X