নতুন বছরে মেনে চলুন আচার্য চাণক্যের এই পরামর্শগুলি! প্রতিটি ক্ষেত্রে মিলবে নিশ্চিত সাফল্য

বাংলা হান্ট ডেস্ক: আচার্য চাণক্য (Acharya Chanakya) ছিলেন আমাদের দেশের (India) একজন মহান রাজনীতিবিদ, কূটনীতিবিদ, এবং অর্থনীতিবিদ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল তিনি জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করার পাশাপাশি, মানুষের সুষ্ঠু জীবনধারা সম্পর্কে সম্যক ধারণাও প্রদান করেছেন। এমতাবস্থায়, নতুন বছরে আপনি যদি আচার্য চাণক্য প্রদত্ত পরামর্শগুলি অনুসরণ করে চলেন, সেক্ষেত্রে আপনি জীবনে চরম উন্নতি লাভ করতে সক্ষম হবেন। বর্তমান প্রতিবেদনে সেগুলি উপস্থাপিত করা হল।

১. রাগ নিয়ন্ত্রণ করুন: চাণক্যের মতে, নিজের রাগ ও অহংকার বোধকে দূরে সরিয়ে রাখুন। কারণ, অহংকার এবং রাগ আপনাকে জীবনে এগিয়ে যেতে দেয় না। শুধু তাই নয়, আপনি যদি এগুলি নিজের মধ্যে বজায় রাখেন সেক্ষেত্রে আপনার সারা জীবনের পরিশ্রম বৃথা যেতে পারে। এদিকে, অহংকার আর রাগ সমাজে সম্মানও পায় না। তাই, নতুন বছরের শুরু থেকেই এগুলিকে মাথায় রাখুন।

Follow these suggestions of Acharya Chanakya in the new year

২. সমালোচনায় ভয় পাবেন না: চাণক্য বলেছেন যে, একজন ব্যক্তির জীবনে কখনোই সমালোচনাকে ভয় পাওয়া উচিত নয়। বরং যখনই আপনার সমালোচনা হবে তখন ধৈর্য ধরুন। চাণক্যের মতে, যে ব্যক্তি তাঁর জীবনে সমালোচনাকে ভয় পান তিনি লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাই, জীবনে সমালোচনাকে ভয় না পেয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন: কাঙাল পাকিস্তানের নতুন চিন্তা! আচমকাই গায়েব হয়ে যাচ্ছেন হাজার হাজার জন, সামনে চাঞ্চল্যকর তথ্য

৩. ভুল পুনরাবৃত্তি করবেন না: চাণক্য বলেছেন যে ভুল থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। অর্থাৎ, ভুলের পুনরাবৃত্তি না করার চেষ্টা করা উচিত। আপনি যদি একটি ভুল বারবার করতে থাকেন সেক্ষেত্রে আপনি সাফল্য অর্জনে পিছিয়ে থাকবেন। এমতাবস্থায়, নতুন বছরে এই সংকল্প নিন যে আপনি ভুলের পুনরাবৃত্তি করবেন না।

আরও পড়ুন: বিনিয়োগ করতে হবে মাত্র ২,০০০ টাকা! নতুন বছরে আপনাকে মালামাল করে দেবে এই ৩ টি ব্যবসা

৪. সর্বদা সত্যি বলুন: চাণক্যের মতে আপনি যদি সুখী এবং সফল হতে চান তবে সর্বদা সত্য কথা বলুন। এছাড়াও, মন থেকে নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রেখে বুদ্ধিমানের মতো খরচ করুন। যাঁরা এটা করেন তাঁরা সফল হতে পারেন। তাই, প্রত্যেকেরই তাঁদের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা উচিত।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর