বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে দেশ জুড়ে নানারকম সমস্যা সামনে আসছে। কোথাও হাসপাতালে বেড নেই, আবার কোথাও অক্সিজেন সংকট। নানাদিক থেকে নানারকম সমস্যার মাঝে আরও একটি সমস্যা উঁকি দিল। সেফ হোমে ঠিক মত খাবার, জল পাচ্ছেন না করোনা আক্রান্তরা- এই অভিযোগে ইটাহারে (itahar) পথ অবরোধ করলেন করোনা রোগীরা।
করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়তেই নানা দিক থেকে নানা সমস্যা মাথাচাড়া দিচ্ছে। এরই মধ্যে ইটাহারের গটলু এলাকায় মঙ্গলবার সরকারি সেফ হোমের আবাসিক করোনা রোগীরা প্রতিবাদে রাস্তায় নামলেন। তাদের দাবী সেখানকার করোনা আক্রান্তদের ঠিক মত সেবা করা হচ্ছে।
তাদের অভিযোগ, সঠিক সময়ে খাবার, জল কোন কিছুই পাচ্ছেন না এখানকার করোনা রোগীরা। আর যাও বা দেওয়া হচ্ছে, তা অত্যন্ত নিম্নমানের, তা খাওয়ার অযোগ্য। মঙ্গলবার এই প্রতিবাদ জানিয়ে ইটাহারে পথ অবরোধ করেন করোনা আক্রান্তরা। যার ফলে ব্যাপক জানজট তৈরি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে।
ঘটনার খবর পেয়েই পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছায় ইটাহার থানার পুলিশ। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রায়গঞ্জ মেডিক্যাল কলেজে জায়গার সমস্যা থাকায় ইটাহারের সেফ হোমটি খোলা হয়েছে। সেখানকার রোগীরা এই অভিযোগ জানিয়েছেন। তবে তাদের অভিযোগ তদন্ত করে দেখা হবে।