বাংলা হান্ট ডেস্ক : একই দেশের আর্থিক মন্দা তার ওপরেই চাকরির বেহাল দশা , অন্যদিকে আবার বিভিন্ন সংস্থা কর্মীদের ছাঁটাই করছে আর তাতে একটি সরকারি পদের জন্য কতটা প্রতিযোগিতা হতে পারে তার প্রমাণ মিলল। ভারতীয় রেলের একটি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় দেড় লক্ষ শূন্য পদে প্রার্থীর আবেদন জমা পড়ল আড়াই কোটি।
কর্মী নিয়োগ পরীক্ষায় এক নতুন রেকর্ড করল ভারত। জানা গিয়েছে 2018 সালে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি এই দুটি পদ মিলিয়ে মোট শূন্য পদ ছিল এক লক্ষ সাতাশ হাজার কিন্তু দুটি পদ মিলিয়ে আবেদনপত্র জমা পড়েছে দু কোটি চল্লিশ লক্ষ। যা ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন রেকর্ড করেছে।
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য চলতি বছরের অক্টোবর পরীক্ষা শেষ হয়েছে যদিও পরের ধাপ হবে জানুয়ারিতে, গ্রুপ ডি পদের পরীক্ষার্থী ছিলেন 17 লক্ষ চুয়াল্লিশ হাজার যা রীতিমতো অবাক করেছে। ভারতীয় রেল কর্মী নিয়োগ পরীক্ষায় কখনও এ ভাবে এত প্রার্থী আবেদন করেননি বলেই সূত্রের খবর।