বাংলাহান্ট ডেস্ক : শীতের মৌসুম পড়ে গিয়েছে। আগামী দু- তিন মাস প্রান খুলে ঘুরে বেড়াবে বাঙালি। এই শীতের সময় সারা দেশ ছাড়াও বিদেশ থেকে বহু পর্যটক আছেন কলকাতায়। তাদের কথা মাথায় রেখেই এবার নতুন উদ্যোগ নিল রাজ্যের পর্যটন দপ্তর। লাইন দিয়ে টিকিট কাটার বদলে অনলাইনে কাটা একটি মাত্র টিকিটেই এবার ঘোরা যাবে ২১টি দর্শনীয় স্থান। এই টিকিটের মাধ্যমে দর্শনার্থীরা ইকোপার্ক, নিকো পার্ক, সাইন্স সিটি, ভিক্টোরিয়া সহ নানান জায়গা ঘুরে দেখতে পারবেন। বাড়ি বসেই অনলাইনে কাটা যাবে এই টিকিট।
রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় বুধবার বিকেলে জানিয়েছেন, একটি টিকিটে আপাতত ২১ টি দর্শনীয় স্থান ঘোরার সুযোগ থাকবে। পরে চাহিদা অনুযায়ী তালিকা দীর্ঘ হতে পারে। ভ্রমণপিপাসুরা কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন এন্ট্রি ফিতেও। এই টিকিটটি মূলত কিউআর কোড বেসড। এর নাম দেওয়া হয়েছে সিটি পাস। অনলাইনে এই টিকিট কাটার পর কিউআর কোড হিসেবে তা আসবে মোবাইলে। কলকাতার ২১ টি দর্শনীয় স্থানে এই কিউআর কোড স্ক্যান করেই মিলবে প্রবেশাধিকার।
এদিন বাবুল সুপ্রিয় বলেন, “পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তর কলকাতার পর্যটন ব্যবসাকে আকর্ষণীয় ও ঝঞ্ঝাট মুক্ত করার জন্যই এই উদ্যোগ নিয়েছে। বিদেশ থেকে বা দেশের অন্যান্য রাজ্য থেকে বহু পর্যটক কলকাতায় আসেন ঘোরার জন্য। তাদের সুবিধার কথা মাথায় রেখে একটি টিকিটে সকল দর্শনীয় স্থান ঘোরার কথা মাথায় আসে।”
সাতদিনের মেয়াদ যুক্ত এই টিকিটের দাম ৪৯৫ টাকা। তবে হেরফের হতে পারে টিকিটের মূল্যে। যদি কেউ ২১ টি জায়গা না ঘুরতে চান তাহলে তিনি নির্দিষ্ট কিছু জায়গা বেছে নিতে পারেন। সেক্ষেত্রে টিকিটের দাম সেই অনুযায়ী ধার্য হবে।
এই ২১ টি দর্শনীয় স্থানের তালিকায় রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজ়িয়াম, নেতাজি ভবন, নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম, স্মরণিকা ট্রাম মিউজিয়াম, এশিয়াটিক সোসাইটি, আরকে মিশন স্বামী বিবেকানন্দ হাউস অ্যান্ড কালচারাল সেন্টার, সায়েন্স সিটি, নিকোপার্ক, রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ, এয়ারক্র্যাফ্ট মিউজিয়াম, ইকোপার্ক, আলিপুর মিউজ়িয়াম, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, গান্ধী আশ্রম, নাট্যশোধ সংস্থা, কলকাতা পোর্ট মেরিটাইম হেরিটেজ মিউজ়িয়াম, স্টেট আর্কিওলজিকাল মিউজিয়াম এবং কলকাতা পুলিশ মিউজ়িয়াম। জানা গিয়েছে, এই তালিকায় খুব শীঘ্রই যুক্ত হবে চিড়িয়াখানা এবং বিড়লা প্ল্যানেটোরিয়ামও। আগামী ১৫ ই ডিসেম্বর থেকে বাংলার পর্যটন দফতরের ওয়েবসাইটে গিয়ে এই সিটি পাস কাটতে পারবেন সাধারণ মানুষ।