খুশির খবর দেশবাসীর কাছে! আধার কার্ড নিয়ে নতুন ঘোষণা মোদী সরকারের

বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে দেশের নাগরিকদের পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের গুরুত্ব অনেক, প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক সমস্ত মানুষের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করেছে মোদী সরকার। মোদী সরকারের প্রথম জমানায় যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আধার কার্ড চালু করা হয়েছিল। তবে গত কয়েক বছর ধরে আধার কার্ড সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকবার নিয়ম বদল করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে আধার কার্ডের তথ্য বদল কিংবা ভুল তথ্য সংশোধনের কাজ চলছে আর এরই মধ্যে আধার কার্ড সম্পর্কে নতুন উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার।masked aadhaar image

এ বার আধার কার্ডের ঠিকানা বদলানোর ক্ষেত্রে নতুন নিয়ম আনল মোদী সরকার। তাই এবার থেকে শুধুমাত্র নিজের ঘোষণার মধ্য দিয়েই আধার কার্ডে ঠিকানার বদল করা যাবে যার জন্য প্রয়োজন হবে না কোনও প্রমাণপত্রের, শুধু তাই নয় এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে পাশাপাশি যে কোনো অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া যাবে এক নিমেষেই। শুনে কর্মসূত্রে যাঁরা বাইরে থাকেন তাঁদের আধার কার্ডে ঠিকানা বদল করতে গেলে নানান রকমের সমস্যার মুখে পড়তে হয় ।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যে কোনও ধরনের সমস্যার মুখে পড়তে হয়। তাই এ বার ঝক্কি কমাতে আধার কার্ডে নতুন নিয়ম নিয়ম আনল কেন্দ্র। তাই এবার থেকে ঘোষণাপত্র জমা দেওয়ার মধ্য দিয়েই আধার কার্ডে ঠিকানা সংশোধন হবে। অন্যদিকে সাধারণ মানুষের সুবিধার জন্য আয়কর দফতরের তরফে আধার কার্ড বা প্যান কার্ডে ভুল সংশোধনের জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে।

যার মাধ্যমে আধার বা প্যান কার্ডে কিছু ভুল তথ্য আসলে তা সহজেই সমাধান করা সম্ভব হবে দুটি হাইপার লিংকের মধ্য দিয়ে।আর সেই প্যান কার্ড ঠিক করার লিঙ্কটি হল-https://www.onlineservices.nsdl.কম/paam/endUserRegisterContact.html ।

https://ssup.uidai.gov.ইন/ssup/

সম্পর্কিত খবর