বাংলা হান্ট ডেস্ক : আসলে জিও র দৌড়ে পাল্লা দিতে গিয়ে উন্নয়ন সমস্ত কোম্পানিগুলোই নিজেদের আর্থিক অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে। ভারতী এয়ারটেল ভোডাফোন এবং বিএসএনএল সকলে লোকসানের মুখ দেখেছে আর তাই এতটাই ক্ষতির পরিমাণ বেড়ে গেছে যে বকেয়া সহ বেশ কয়েক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ভারতী এয়ারটেল ভোডাফোন কে।
শেষ ত্রৈমাসিকে হিসেবের নিরিখে দেখা গেছে ভোডাফোন আইডিয়ার খরচের থেকে লোকসান অনেকটাই বেশি হয়েছে,50000 কোটি টাকা ক্ষতি করেছে ভোডাফোন আইডিয়া। এক প্রকার কোম্পানির ব্যবসা প্রায় গুটিয়ে যেতে চলেছে। কোনও দিকে এয়ারটেলও কিছুতেই কমতি নেই এভাবে ক্ষতির পরিমাণ বেড়েছে তাই মাসুল বাড়ানোর ঘোষণার আগে থেকেই করে দিয়েছে।
তাই এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া দুই কোম্পানি অন্য কোম্পানিগুলির সাথে পাল্লা দিয়ে চলতে ইতিমধ্যেই ট্যারিফ প্ল্যান বাড়িয়ে ক্ষয় ক্ষতি আটকানোর চেষ্টা করছে। য় ভোডাফোনের ট্যারিফ প্ল্যান গুলির দাম 14-700 টাকা অবধি বাড়ানো হয়েছে। যা আগামী মঙ্গলবার অর্থাত 3 ডিসেম্বর থেকে কার্যকর হতে চলেছে।
ভারতী এয়ারটেল ভোডাফোন এবং বিএসএনএল সকলে লোকসানের মুখ দেখেছে আর তাই এতটাই ক্ষতির পরিমাণ বেড়ে গেছে যে বকেয়া সহ বেশ কয়েক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ভারতী এয়ারটেল ভোডাফোন কে।
সব থেকে উল্লেখযোগ্য 35 র বদলে 49 টাকার নতুন প্ল্যান শুরু হয়েছে, আগে থেকে ডেটার খরচ 0.1 পাকা অংশ বেড়েছে তাই 14 টাকা ন্যূনতম খরচ বাড়ল। এ ছাড়াও 79,149,249,299,379,399,599,699,1499,2399 টাকার প্ল্যানের দাম বাড়িয়েছে ভোডাফোন।
অন্যদিকে আসা যাক ভারতী এয়ারটেলের কথায়। সর্বনিম্ন প্ল্যানের দাম করা হয়েছে 148 টাকা। যেখানে এই প্ল্যান্টের আগে দাম ছিল 129 টাকা। যেখানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন দুই জিবি করে ডেটা এবং তিনটি করে এসএমএস পাওয়া যাবে।
2. 248- এটিও নতুন প্ল্যান শুরু হয়েছে যেখানে প্রতিদিন আনলিমিটেড করে ভয়েস কল এবং দেড় জিবি করে নেট ও একশোটি করে এসএমএস পাওয়া যাবে।
3. 298- এই প্রাণের দাম বেড়েছে প্রায় পঞ্চাশ টাকা, যেখানে প্ল্যান্টের আগে দাম ছিল 249 টাকা। এই পরিষেবায় ভয়েস কল থেকে ডেটা সবই পাওয়া যাবে।
4. 598- এই প্ল্যানে এবার আগের তুলনায় অনেকটাই দাম বেড়েছে কারণ আগে এই প্ল্যানের দাম ছিল 448 টাকা। পরিষেবা পাওয়া যাবে আগের মতই।
5. 698- এই পরিষেবায় প্রতিদিন আনলিমিটেড ভয়েস কল দুই জিবি করে ডেটা এবং একটি করে এস এস পাওয়া যাবে।