ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই ১০ ব্যাঙ্ক, নতুন রেট জেনে চমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : ঘন্টায় ঘন্টায় টিভিতে চলে একাধিক মিউচ্যুয়াল ফান্ডের বিজ্ঞাপন। তবু আজও ভারতীয়রা ভরসা রাখেন সেই ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) উপর। বর্তমান সময়ে দাঁড়িয়ে কমবেশি সকলেই বিশ্বাস করেন টাকা বিনিয়োগের অন্যতম মাধ্যম হল এফডি। এতে বিনিয়োগ করে নিশ্চিন্তে গ্যারান্টেড রিটার্ন পাওয়া যায়। তাই, মধ্যবিত্তের এফডি, এ যেন এক সারাজীবনের সঙ্গী।

অনিশ্চিত বাজারের পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এফডিতে বিনিয়োগ বাড়িয়েছেন। তবে, একটা কথা মাথায় রাখতে হবে যে, বিনিয়োগকারী যে পরিমাণ অর্থ বিনিয়োগ করে তার ওপর নির্ভর করে ফিক্সড ডিপোজিটের সুদের হার। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ বরদা প্রভৃতি সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি তারা ফিক্সড ডিপোজিটের সুদের হারে বড়সড় বদল এনেছে।

   

এখন প্রশ্ন হল, কত শতাংশ সুদের হার দিচ্ছে এই বড় বড় ব্যাংকগুলি? আজকের প্রতিবেদনে আমরা দেশের কয়টি সেরা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার (Interest rate) সম্পর্কে আলোচনা করব। ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের ২ কোটি টাকার যেসব কম মূল্যের ফিক্সড ডিপোজিট রয়েছে তাদের সুদের হারের বিষয়টি এবার এক ঝলকে দেখে নেওয়া যাক।

State Bank of India : ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৩.৫০ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ

ICICI ব্যাঙ্ক : ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ

PNB ব্যাঙ্ক : ৩.৫০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের সুদের হার হলো ৪.০০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ

Bank of Baroda : ৩.০০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার হলো ৩.৫০ শতাংশ থেকে ৭.৫৫ শতাংশ

YES ব্যাঙ্ক : ৩.২৫ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ আর প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিট এর সুদের হার ৩.৭৫ শতাংশ থেকে ৮.২৫ শতাংশ

fixed deposit 2023

HDFC ব্যাঙ্ক : ৩ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ আর প্রবীণ নাগরিকদের ৩.৫০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ

Axis ব্যাঙ্ক : ৩.৫০ শতাংশ থেকে ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৩.৫০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ

Union ব্যাঙ্ক : ৩.০০ শতাংশ থেকে ৭.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৩.৫০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ

Kotak Mahindra ব্যাঙ্ক : ২.৭৫ শতাংশ থেকে ৭.২০ শতাংশ আর প্রবীণ নাগরিকদের ৩.২৫ শতাংশ থেকে ৭.৭০ শতাংশ

Canara ব্যাঙ্ক : ৪.০০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৪.০০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর