কাপড় কিনতে গিয়ে নিখোঁজ যুবক, আর ফেরাই হলো না বাড়ি

বাংলাহান্ট ডেস্ক : কাপড় কেনার নাম করে বেরিয়েছিল বাড়ি থেকে। ঘটনার পর প্রায় ছয় দিন পেরিয়ে গেলেও এখনো বাড়ি ফিরল না কৃষক পরিবারের ছেলে গোবিন্দ পাল (Govinda Paul)। ছেলে হারানোর বেদনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কোথায় গেলে ছেলেকে খুঁজে পাবেন তা বুঝে উঠতে পারছেন না বাবা-মা। ঘটনা জলপাইগুড়ির (Jalpaiguri)।

জলপাইগুড়ি জেলার সদর ব্লকের পাহাড়পুর অঞ্চলের কুমার পাড়া গ্রামের কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিল গোবিন্দ পাল। বাবা পেশায় কৃষক। বা গৃহবধূ। সংসারের হাল সামলাতে বাবার সঙ্গে নিত্যদিন মাঠে কাজ করত গোবিন্দ। তবে গত শনিবার অর্থাৎ চলতি মাসের ১০ তারিখ থেকে নিখোঁজ সে।

ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে গোবিন্দ পালের মা সূর্যমনি পাল জানান, ‘শনিবার দুপুর নাগাদ বাড়ি থেকে বের হয় গোবিন্দ। যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল কাপড় কিনতে যাচ্ছি। এরপর এতগুলো দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত বাড়ি ফিরল না সে’।

ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে নিখোঁজ যুবকের বাবা প্রবীণ পাল জানান, ‘ছেলে কোথায় গেছে কিছুই খবর পাওয়া যাচ্ছে না। শনিবার সর্বত্রই খোঁজাখুঁজি করেছি। রবিবারও অনেক জায়গায় খোঁজাখুঁজি করি। অবশেষে বাধ্য হয়ে সোমবার কাতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু এখনও ছেলের সন্ধান পেলাম না’।

পুলিশের দরজায় কড়া নেড়েও হয়নি কোন কিছুই। ঘটনার পর ছদিন পেরিয়ে গেলেও বাড়ি ফিরেই আসলো না বাড়ির ছেলে। হঠাৎ করে এভাবে যুবকের নিখোঁজ হয়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার তথা গোটা গ্রামবাসী। কোথায় গেল সে সেই উত্তরই খুঁজে বেড়াচ্ছেন সকলেই।

whatsapp image 2023 06 16 at 9.39.13 am

গ্রামে ভালো ছেলে হিসেবেই পরিচিত গোবিন্দ পাল। বড়দের ভীষণ শ্রদ্ধা করত সে আর সে কারণেই সবাই তাকে ভালবাসে। এ প্রসঙ্গে বলতে গিয়ে এক গ্রামবাসী জানান, ‘শনিবার বাড়ি থেকে বের হয়েছে ভাই। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বহুবার পুলিশের কাছে গিয়েছি আমরা কিন্তু কিছুই হচ্ছে না। কোথায় গেলে ভাইকে খুঁজে পাবো সেই উত্তর আমাদের জানা নেই’।

Avatar
additiya

সম্পর্কিত খবর