রাজ্যে ক্রমাগত বাড়ছে অবৈধ টোটোর দৌরাত্ম্য! এবার আরোও কঠোর সিদ্ধান্ত গ্রহণ সরকারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা টোটো কিংবা তিন চাকার যানের দাপাদাপিতে অতিষ্ঠ। রাজ্য সড়ক হোক কিংবা জাতীয় সড়ক, এই ধরনের অবৈধ তিন চাকার যানবাহনের ফলে রীতিমতো নাজেহাল হয়ে উঠছেন সাধারণ মানুষ। একই সাথে সৃষ্টি হচ্ছে যানজট। একদিকে যেমন বৃদ্ধি পাচ্ছে যানজট, ঠিক তেমনই বাড়ছে দুর্ঘটনা।

লাগাতার এই ধরনের অভিযোগ পাওয়ার পর টোটো ও তিন চাকার যানের বিরুদ্ধে নড়েচড়ে বসছে সরকার।রাজ্য পরিবহন দপ্তর নির্দেশিকা জারি করে ইতিমধ্যেই জানিয়েছে, টোটো বা ওই জাতীয় তিন চাকার যান চলাচল করতে পারবে না রাজ্য সড়ক কিংবা জাতীয় সড়কে। এছাড়াও টোটো চালকদের রুটি রুজির কথা ভেবে সরকারের পক্ষ থেকে ৬ দফা নির্দেশিকা দেওয়া হয়েছে।

আরোও পড়ুন : পুজোর আগেই মহাসংকট! বড় ঘোষণা DA আন্দোলনকারীদের, বিপাকে পড়তে চলেছে রাজ্য

এই নির্দেশিকার মধ্যে একদিকে যেমন রয়েছে বিকল্প রুটের কথা, অন্যদিকে রয়েছে বেশ কিছু বিকল্প ব্যবস্থার কথাও। এই নির্দেশিকার পর এবার রাজ্য সরকার আরো বড় অবস্থান নিতে চলেছে বেআইনি টোটো ও ই রিক্সা রুখতে। রাজ্য সরকার এবার তিন চাকার ডিলারদের একটি নির্দেশিকা পাঠাচ্ছে যাতে স্পষ্ট ভাবে বলা হয়েছে রেজিস্ট্রেশন ছাড়া এই ধরনের যানবাহন বিক্রি করা যাবে না।

উল্লেখ্য গোটা রাজ্যে যে টোটো ও ই রিক্সা চলে তার মধ্যে ৯০% ই রেজিস্ট্রেশনহীন। এমনকি এই যানবাহনগুলির তথ্য নেই আরটিওর কাছেও। এবার থেকে রেজিস্ট্রেশন ছাড়া বিক্রি করা যাবে না এই ধরনের গাড়ি। সরকারের এই নিয়ম না মানলে সেই গাড়ি ডিলারদের কালো তালিকা ভুক্ত করা হবে বলেও খবর।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X