বিকল্প আয়ের সন্ধান দিচ্ছে টুইটার! সাংবাদিকদের জন্য দুর্দান্ত সুযোগ, লিখলেই হবে উপার্জন

বাংলাহান্ট ডেস্ক : টুইটার অর্থাৎ X এর মালিকানা যবে থেকে ইলন মাস্ক (Elon Musk) নিজে হস্তগত করেছেন, তবে থেকে বিভিন্ন পরিবর্তন দেখা গেছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অনেকে এই প্ল্যাটফর্মে মাইক্রো ব্লগিং করে থাকেন। বিশ্ব জুড়ে কোটি কোটি ব্যবহারকারী তাদের মতামত ও তথ্য প্রকাশ করতে পারেন এক্স এ।

সাধারণ মানুষ থেকে বিখ্যাত ব্যক্তিত্ব, এই প্ল্যাটফর্মে আনাগোনা সবারই। এটি এমন একটি প্ল্যাটফর্ম যার সাহায্যে বিশ্বের যে কোনও প্রান্তের মানুষ সরাসরি যুক্ত হয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন। ইলন মাস্ক টুইটার (Twitter) কেনার পর বেশ কিছু পরিবর্তন করেন এই প্ল্যাটফর্মে। 

আরোও পড়ুন : ডুয়ার্সে ওটা কী! জনবসতি এলাকা থেকে উদ্ধার দৈত্যাকার ‘কিং কোবরা”, তুমুল আতঙ্ক গোটা এলাকায়

এবার সাংবাদিকদের জন্য বড় সুখবর দিলেন ইলন। তিনি জানাচ্ছেন নতুন এই সুযোগে সাংবাদিকরা আরও বেশি উপার্জন করতে পারবেন। এছাড়াও ইলন মাস্কের কথায়, এর মাধ্যমে সাংবাদিকরা আরও বেশি লেখার স্বাধীনতা পাবেন। টুইট করে ইলন মাস্ক এই কথা জানিয়েছেন সাংবাদিকদের। 

আরোও পড়ুন : টলিপাড়া এখন অতীত, এবার মহাকাশের ‘তারা’ হবেন শ্রাবন্তী! আসল ব্যপারটা ঠিক কী ?

টুইটারে তিনি লিখেছেন, “আপনি যদি এমন একজন সাংবাদিক হন যিনি লিখতে আরও স্বাধীনতা চান এবং আরও আয় চান, তবে এই প্ল্যাটফর্মে সরাসরি প্রকাশ করুন!” প্রসঙ্গত এর আগে মাস্ক বলেছিলেন টুইটারে মিডিয়া প্রকাশকরা অর্থ উপার্জন করতে পারবেন।

elon mask 1

 

তিনি জানান যারা এক্সে নিবন্ধ পড়বেন তাদের নির্দিষ্ট পরিমাণ একটি অর্থ প্রদান করতে হবে। সেক্ষেত্রে ব্যবহারকারীদের প্রতিটি নিবন্ধ পিছু চার্জ করা হবে। অন্যদিকে যদি ব্লু টিক না নেওয়া হয় তাহলে চার্জ আরও বৃদ্ধি পেতে পারে বলে জানান মাস্ক।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর