ফাইনালের আগে হবে না ডার্বি! ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষর সামনে ইস্টবেঙ্গল, মোহনবাগান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ডুরান্ড কাপে (Durand Cup) বাংলার তিন প্রধানের মধ্য থেকে দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan) কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করতে পেরেছে একই গ্রুপে থাকা সত্ত্বেও। কলকাতা ডার্বিতে হেরে মোহনবাগান চাপে পড়ে গিয়েছিল। মহামেডান নিজেদের গ্রূপে দ্বিতীয় স্থানে থেকে জামশেদপুর কে বড় ব্যবধানে হারিয়ে যোগ্যতা অর্জনের অত্যন্ত কাছে এসেও মাত্র এক গোলের ব্যবধানে পিছিয়ে থাকায় মোহনবাগান কোয়ার্টার ফাইনালে উঠেছে।

কিন্তু কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই পক্ষের সামনেই থাকছে কঠিন পরীক্ষা। ইস্টবেঙ্গলকে খেলতে হবে আই লিগের বিপদজনক ক্লাব গোকুলাম কেরালার বিরুদ্ধে যারা ডুরান্ড কাপে ইতিমধ্যেই আইএসএল-এর প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছে। ইস্টবেঙ্গল এখনো অবধি ডুরান্ড কাপে অপরাজিত রয়েছে ঠিকই, কিন্তু তাদের কোন দুর্বলতা নেই এটা ভাবলে ভুল ভাবা হবে।

   

অপরদিকে মোহনবাগানকে মুখোমুখি হতে হচ্ছে এই মুহূর্তে ভারতের সবচেয়ে বিপজ্জনক প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি-র। ডুরান্ডে নিজেদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় পেয়েছে মুম্বাই। তিনটি ম্যাচে তারা ১২ টি গোল করেছে এবং গোল হজম করেছে মাত্র একটি। ফলে মোহনবাগান সুপার জয়েন্টদের জন্য ম্যাচটা যে কতটা কঠিন হয়ে যাচ্ছে তা আলাদা করে বলে বোঝানোর প্রয়োজন নেই।

আরও পড়ুন: একটা ডার্বি জিতে লাফানোর কিছু নেই! মোহনবাগানের পক্ষ নিয়ে ইস্টবেঙ্গল কর্তাকে ধমক মমতার

ইস্টবেঙ্গল নিজেদের প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামবে যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী শুক্রবার অর্থাৎ ২৫ শে আগস্ট। সন্ধ্যা ছটায় গোকুলাম কেরালা ও ইস্টবেঙ্গল একে অপরের মুখোমুখি হবে। তা ঠিক দুদিন পরে অর্থাৎ রবিবার ২৭শে আগস্ট একই সময়ে কলকাতার যুবভারতীতেই বিপদজনক মুম্বাই সিটি এফসি-র মুখোমুখি হবে মোহনবাগান।

আরও পড়ুন: হার দমাতে পারলো না, “ও রে মোহন মায়ের সেনা…..” গানে গলা মেলালেন মোহনবাগান সমর্থকরা

এছাড়া অপর দুটি কোয়ার্টার ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড খাতায় কলমে তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ ইন্ডিয়ান আর্মির মুখোমুখি হবে। ২৪শে আগস্ট গুয়াহাটিতে একে অপরের মুখোমুখি হবে দুই প্রতিপক্ষ। ২৬শে আগস্ট আরেকটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে চেন্নাইয়ান এফসি এবং এফসি গোয়া। ওই ম্যাচটিও যথেষ্ট উপভোগ্য হবে বলে ফুটবলপ্রেমীরা আশা করছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর