বাংলাহান্ট ডেস্ক : বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) ঘটবে আগামী ৫ই মে। সেই দিন বৈশাখী পূর্ণিমাও বটে। ওই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবেও বিবেচিত করা হয়। ৫ই মে রাত ৮টা ৪৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। গ্রহণ চলবে রাত ১টা ৪৬ মিনিট পর্যন্ত। শাস্ত্র মতে গ্রহণ শুরু হওয়ার নয় ঘন্টা আগে শুরু হয় সূচক সময়কাল। এই সময়কালটিকে অশুভ হলে বিবেচিত করা হয়।
তবে যেহেতু ভারতবর্ষ থেকে চন্দ্রগ্রহণ ভালোভাবে দেখা যাবে না সেহেতু এর খারাপ প্রভাব কমই পড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা। গ্রহণের সময় গ্রহের অবস্থান অনুযায়ী এর খারাপ বা ভালো প্রভাব পড়ে বিভিন্ন রাশির জাতক বা জাতিকাদের উপর। জ্যোতিষ বিশেষজ্ঞরা (Astrologer) মনে করছেন, এবারের চন্দ্রগ্রহণে সব থেকে কম প্রভাবিত হবেন তিনটি রাশির জাতক জাতিকারা।
সেই তালিকায় আছে, মকর, সিংহ ও মিথুন রাশির অধিকারীরা। এমনকি তারা আগামী ৬ মাস শুভ সময় উপভোগ করতে পারবেন। বিভিন্ন রাশি অনুযায়ী চন্দ্রগ্রহণের কুপ্রভাব থেকে মুক্তি লাভ করার জন্য জ্যোতিষ বিশেষজ্ঞরা বিভিন্ন টিপস দিয়ে থাকেন। সেই রকম কিছু টিপস নিচে দেওয়া হল-
মেষ: ১০০ গ্রাম মসুর ডাল দান করুন
বৃষ: ১০০ গ্রাম সাদা মিষ্টি দান করুন
মিথুন: ১০০ গ্রাম সবুজ মুগ দান করুন
কর্কট: দুস্থদের দুধ কিংবা গুর দান করুন
সিংহ: অভাবীদের আটা কিংবা ময়দা দান করুন
কন্যা: অভাবী মহিলাদের সবুজ শাড়ি দান করুন
তুলা: সবুজ ফুল অর্পণ করুন দেবীকে
বৃশ্চিক: অভাবী মহিলাকে লাল শাড়ি দান করুন
ধনু: দুস্থ লোকেদের বেসনের লাড্ডু দান করুন
মকর: হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির আশীর্বাদ নিন
কুম্ভ: শনি মন্দিরে গিয়ে প্রণাম করুন
মীন: চন্দ্রগ্রহণের সময় কপালে কেশর তিলক লাগান
এছাড়াও জ্যোতিষ বিশেষজ্ঞরা বলে থাকেন, চন্দ্রগ্রহণ চলাকালীন কোনও রকম নতুন চুক্তি, বাড়ি, গাড়ি বা সম্পত্তি ক্রয় করা উচিত নয়।