মণিপুরে জঙ্গি হামলায় নিহত, কফিনবন্দী হয়ে বাড়ি ফিরলেন বাঙালি জওয়ান! বাঁকুড়ায় শোকের ছায়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে বাড়ি ফিরল জঙ্গি হানায় নিহত জওয়ানের কফিন বন্দী দেহ। বাঁকুড়ার সিআরপিএফ জওয়ান অরূপ সাইনি। মণিপুরের (Manipur) বিষ্ণুপুরের নারানসেনায় জঙ্গি হানায় নিহত হন তিনি। আজ তাঁর মরদেহ ফিরলো গ্রামের বাড়িতে। গ্রামের ছেলেকে শেষ একবারের জন্য চোখের দেখা দেখতে জওয়ানের বাড়িতে হাজির এলাকার মানুষজন।

গান সেলুটে বিদায় জানানো হলো শহিদ জওয়ানকে, সঙ্গী শুধুই হাজারো মানুষের চোখের জল। এমন নির্ভীক সৈনিকের বিদায় বেলায় কান্না চেপে রাখতে পারলেন না এলাকাবাসী। প্রসঙ্গত, শুক্রবার রাতে জঙ্গিরা হানা দেয় মণিপুরের বিষ্ণুপুরের নারানসেনায়। সেখানকার সিআরপিএফ এর হেড কনস্টেবল সহ আরো দুজন সিআরপিএফ জওয়ানের বানের মৃত্যু হয় সেই জঙ্গি হানায়।

আরোও পড়ুন : কাসভের ফাঁসির জন্য লড়েছিলেন প্রাণপণ! সেই আইনজীবীই এবারের ভোটে BJP প্রার্থী

সিআরপিএফ এর হেড কনস্টেবল অরুপ সাইনির মৃত্যুর খবর শনিবার বাঁকুড়ার (Bankura) সোনামুখী থানার পাঁচাল গ্রামে তাঁর নিতে এসে পৌঁছায়। তারপর থেকেই শোকোস্তব্ধ সমগ্র গ্রাম। তখন থেকেই গ্রামের ছেলেকে একবার চোখের দেখা দেখার জন্য যেন অপেক্ষার প্রহর গোনা শুরু। অরূপ সাইনির কফিনবন্দি দেহ কলকাতায় পৌঁছায় গতকাল।

আরোও পড়ুন : কাদের জন্য বাড়ছে লোডশেডিং?এবার ফাঁস হল আসল ব্যাপার,পরিস্থিতি সামলাতে তৎপর বিদ্যুৎ দপ্তর

সেখান থেকে আজ সিআরপিএফের কর্মী আধিকারিকরা তার কফিনবন্দি দেহ সোনামুখী থানার পাঁচাল গ্রামে অরূপের বাড়িতে নিয়ে যান। গ্রামে বাড়ির কাছেই মন্ত্র তৈরি করা হয়। সকাল থেকেই ওই মঞ্চের আশেপাশে প্রচুর মানুষজন ভিড় জমাতে শুরু করেন। উদ্দেশ্য একটাই, গ্রামের ছেলেকে একবার চোখের দেখা দেখবেন।

 

সকাল ৭ টা নাগাদ শহীদ জওয়ানের কফিন মন্দি দেহ মঞ্চে আনা হয়। সেখানে বাঁকুড়া পুলিশ সুপার বৈভব তিওয়ারিসহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। গান স্যালুট দিয়ে এদিন বিদায় জানানো হলো শহীদ হওয়া বীর সেনা জওয়ানকে। জেলা পুলিশের তরফে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে। গ্রাম জুড়ে কান্নার রোল।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X