বাংলা হান্ট ডেস্ক : প্রথম থেকেই মোদী সরকারের বিরোধিতা করে এসেছেন বলিউডের স্বনামধন্য পরিচালক অনুরাগ কাশ্যপ, বিশেষ করে মোদী বিরোধী কথা বলার জন্য সংবাদের শিরোনামে থাকেন তিনি প্রায়, শুধু মোদী বিরোধী কথাবার্তাই নয় কেন্দ্রীয় সরকারের কাজের সমালোচনা করতেও পিছপা হন না অনুরাগ। মাঝে মাঝেই তাই টুইটারে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে পোস্ট শেয়ার করেন।
It’s not far when this desperate Prime Minister and his Home Minister will shut down the other parts of country like they have in Kashmir. Their Ego is bigger than you fear . Reports coming in from various parts of the country are scary.
— Anurag Kashyap (@anuragkashyap72) December 20, 2019
সম্প্রতি যেভাবে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় ও বিক্ষোভ এবং প্রতিবাদ আন্দোলন চলছে সেই সম্পর্কে মোদী সরকারের সমালোচনা করে টুইট করেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। অনেক বলিউড সেলেবদের মতো পরিচালক তথা প্রযোজক অনুরাগ মোদী সরকারের বিরুদ্ধে টুইট করেছিলেন আর এ ভাবেই তিনিও সমালোচনার মুখে পড়লেন। তাই তো শনিবার সকালে আচমকাই টুইটারে তার ফ্যান ফলোয়ার্স সংখ্যা অনেকটাই কমে যায়।
And @TwitterIndia has drastically reduced my followers .. pic.twitter.com/hHziSZk9tK
— Anurag Kashyap (@anuragkashyap72) December 21, 2019
এক ধাক্কায় প্রায় পাঁচ লক্ষ ফ্যান ফলোয়ার সংখ্যা নেমে গিয়েছে। শনিবার অনুরাগ কাশ্যপ টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করে জানিয়েছেন তাঁর পাঁচ লক্ষ চব্বিশ হাজার থেকে ফলোয়ার্স নেমে 75 বাজারে চলে এসেছে। অনুরাগের হঠাত্ করে ফ্যান ফলোয়ার এর সংখ্যা কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা।
উদ্দেশ্য প্রণোদিত ভাবে অনুরাগের ফ্যান ফলোয়ার্স সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁর ভক্তরা। মনকে হঠাত্ করে এক ধাক্কায় অনুরাগের ভক্তের সংখ্যা কমে যাওয়ায় হতাশ হয়েছেন সঙ্গীত পরিচালক থেকে বলিউডের অন্যান্য সেলিব্রিটিরাও।