স্বাস্থ্য কেন্দ্রের জমিতে পার্টি অফিস! কড়া আদেশ হাইকোর্টের, ফের মুখ পুড়ল TMC’র

বাংলাহান্ট ডেস্ক : নদীয়া (Nadia) জেলার ভীমপুর থানার অন্তর্গত গোবরাপোতা গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে দাবি ছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের (Primary Health Centre)। এই গ্রামে সরকারি জমির উপর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য এক দশক ধরে রীতিমত লড়াই চালিয়ে আসছিলেন গ্রামবাসীরা।

নদীয়ায় (Nadia) তৃণমূলের নিন্দনীয় কীর্তি

অবশেষে সরকারের পক্ষ থেকে আশ্বাস মেলে নদীয়ার (Nadia) ওই জমিতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার ব্যাপারে। তবে গ্রামবাসীদের অভিযোগ যে সরকারি জমিতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়ার কথা সেই জমি তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দখল করে পার্টি অফিস নির্মাণ শুরু করেছে। এর বিরুদ্ধে গ্রামবাসীদের তরফ থেকে প্রত্যেকটি দপ্তরে অভিযোগ জানিয়ে দেওয়া হয় গণ পিটিশন।

   

আরোও পড়ুন : পুজোর আগেই মালামাল! কবে থেকে বাড়ছে DA? সরকারি কর্মীদের জন্য নয়া আপডেট

গ্রামবাসীদের অভিযোগ ব্লক হেলথ অফিসার, ডিস্ট্রিক হেলথ অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, বিডিও, স্থানীয় থানাকে জানিয়েও কোনও রকম লাভ হয়নি। সুরাহা না পেয়ে অবশেষে নদীয়া (Nadia) গ্রামবাসীরা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অত্যন্ত গুরুত্ব সহকারে এই মামলাটি পর্যবেক্ষণ করেছে।

tmc highcourt

পর্যবেক্ষণ করার পর কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার ও প্রতিটি অথরিটিকে নির্দেশ দিয়েছে অবিলম্বে নদীয়ার (Nadia) সরকারি জায়গায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নির্মাণের কাজ বন্ধ করতে হবে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আগামী ৫ই সেপ্টেম্বর আদালতে এই সংক্রান্ত একটি রিপোর্ট ফাইল করার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর