নির্ভয়া ফান্ড ব্যবহারে সরকারের উদাসীনতা, তথ্য এল প্রকাশ্যে

বাংলা হান্ট ডেস্ক : 2012 সালের ডিসেম্বর মাসে রাজধানী শহর দিল্লিতেই নির্ভয়া গণধর্ষণ আজও দগদগে। তাই তত্কালীন ইউপিএ সরকারের আমলে এই নির্ভয়া ফান্ড তৈরি করা হয়েছিল মহিলাদের জন্য, সেখানেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নারী সুরক্ষায় টাকা দেওয়া হয়।নির্যাতিতা মহিলাদের ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়া হয় এই নির্ভয়া ফান্ড থেকে। কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রক নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের আজ থেকে এই ফোনে টাকা আসে।

কিন্তু এই ফান্ডের অধিকাংশ টাকাই নাকি এখনও ফান্ডেই রয়েছে, ব্যবহারের উদাসীনতা রয়েছে মহারাষ্ট্র সহ মণিপুর মেঘালয় সিকিম ত্রিপুরা এবং দমন দিউ তে। এখনও অবধি সেই ফান্ডে বরাদ্দ হয়েছে 1672 কটি টাকা অথচ সেখান থেকে খরচ হয়েছে মাত্র 147 কোটি টাকা।আর এখানেই উঠছে প্রশ্ন, দেশ জুড়ে যখন দাঁড়ি দিন নির্যাতনের ঘটনা বাড়ছে, বাড়িতে নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে সেখানেই নির্ভয়া ফান্ডে এত টাকা পড়ে থাকে কী ভাবে?nirbhaya 4

সম্প্রতি এ তথ্য প্রকাশ্যে এসেছে যা কেন্দ্রের উদাসীনতার প্রমাণ দেয়। 2013 সালে নির্ভয়া ফান্ড তৈরির সময় কেন্দ্রের তরফে প্রথমে এক হাজার কোটি টাকা তহবিলের কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে তাতেই 1672 কোটি টাকা বরাদ্দ করা হয় কিন্তু এখনও অবধি তহবিলের প্রায় 91 শতাংশ টাকায় হাত দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ গুজরাট উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মিজোরাম ছাড়া আর অন্য কোনও দেশ এই নির্ভয়া ফান্ডের টাকা ব্যবহারের খাতাই খোলেনি।

যে তথ্য প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে এখনও অবধি নির্ভয়া তহবিল থেকে পশ্চিমবঙ্গ গুজরাট উত্তর প্রদেশ এবং মিজোরাম 5.18, 1.69, 3.29, 70 শতাংশ টাকা ব্যবহার করেছে। তাহলে প্রশ্ন উঠছে এত টাকা ফেলে রাখার কারণ কী? সম্প্রতি পঞ্চাশ কোটি টাকা এবং কয়েক দিন আগে পঁচিশ কোটি টাকা ঢুকেছে অথচ তার মধ্যে খরচ হয়েছে মাত্র তিন কোটি 92 লক্ষ টাকা। আর এই হিসেব কার্যত প্রশ্ন তুলছে গণধর্ষণ এবং মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে সরকার কতটা উদাসীন?

সম্পর্কিত খবর