সরকারি কর্মীদের জন্য কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার, এই সিদ্ধান্তের জেরে খুশির হাওয়া রাজ্যের সর্বত্র

বাংলাহান্ট ডেস্ক : বড় খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। সরকারের পক্ষ থেকে কর্মীদের পদোন্নতির ব্যাপারে বড় সিদ্ধান্ত নেওয়া হল। রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, নতুন পদ তৈরি করা হবে নবান্নের কর্মীদের পদোন্নতির গতি আরও ত্বরান্বিত করার জন্য। নবান্ন সূত্রে খবর রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে মোট ৩১৬ টি নতুন পদ সৃষ্টি করার।

জানা যাচ্ছে নতুন এই পদগুলি তৈরি হবে অতিরিক্ত সচিব থেকে সেকশন অফিসার পর্যায়ে। এবার তাদের জন্য তৈরি করা হচ্ছে অতিরিক্ত সচিবের দশটি পদ। সূত্রের খবর অনুযায়ী, সরকারি কর্মচারীদের পদোন্নতির ব্যাপারে নতুন নীতির সুবিধা আরও সম্প্রসারিত করতে হবে।

জানা যাচ্ছে এতদিন পর্যন্ত যদি কেউ রাজ্য সরকারের (State Government) সচিবালয়ে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে চাকরিতে যোগদান করতেন তাহলে তিনি যুগ্মসচিব পর্যন্ত পদে যেতে পারতেন। জানা গিয়েছে, নবান্নের সচিবালয়ে সেকশন অফিসারের সংখ্যা ৪৭০ থেকে বৃদ্ধি করে করা হচ্ছে ৬০০।

২০৮ থেকে বাড়িয়ে ৩০০ করা হচ্ছে অফিসার অন স্পেশাল ডিউটি, স্পেশাল অফিসারের পদ। অ্যাসিস্টান্ট সেক্রেটারির পদ ১১২ থেকে বেড়ে ১৫০টি, ডেপুটি সেক্রেটারির পদ ১১৪ থেকে বেড়ে ১৫০ ও জয়েন্ট সেক্রেটারির পদ ২০ থেকে বাড়িয়ে ৩০ করা হচ্ছে বলে সূত্রের খবর।

Cashless Treatment for State Govt Employees and Pensioners 1

এছাড়াও সোমবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৬ এবং ২৫ বছরের পরিবর্তে সরকারি কর্মীরা ১৫ ও ২৪ বছর থেকে সুবিধা পাবেন উচ্চ বেতন কাঠামো বা ‘হায়ার স্কেল স্যালারি’-র। ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’-র ক্যাশলেস সুবিধা দেড় লাখ থেকে বাড়িয়ে দু লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর