বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘদিন ধরে আদালতে মামলার গেরোয় আটকে রয়েছে অযোধ্যার রামমন্দির ইস্যু৷ এমনিতেই দেশের শীর্ষ আদালত এ বার দু পক্ষের সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছে৷ যদিও এর আগে সমঝোতার ইস্যুতে আমল দেয়নি মামলাকারী দুই পক্ষই৷ কিন্তু এবার দেশের শীর্ষ আদালতের তরফ থেকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশের পথেই খানিকটা হাঁটলেন যোগী আদিত্যনাথ৷ অযোধ্যার রাম মন্দির ইস্যুতে এক সংবাদমাধ্যমের সাক্ষাত্কারে যোগী আদিত্যনাথ তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুসলিমদের তরফে মধ্যস্থতার মাধ্যমে এ সমস্যার সমাধান হলে বোধ হয় ভাল হত৷
#YogiToNews18 https://t.co/nGTUmDGxBc
— News18 Bangla (@News18Bengali) September 18, 2019
বরাবরই অযোধ্যা রামমন্দির ইস্যুতে উত্সাহ দেখিয়েছে বিজেপি৷ এমনকী লোকসভা নির্বাচনের আগে মন্দির হাম ওহী বানায়েগে স্লোগান তুলেছিল বিজেপি৷ ওই সংবাদমাধ্যমের সাক্ষাত্কারে আদিত্যনাথ যোগী বলেন সমস্ত তথ্য প্রমাণ ও দলিল দস্তাবেজের ওপর ভিত্তি করেই রায় দেয় আদালত৷ পাশাপাশি সুপ্রিম কোর্টের ওপর পূর্ণ আস্থা রেখে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ সহজতর হতে পারে বলে মত প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ 26 তম শুনানি অর্থাত 18 অক্টোবরের মধ্যে মামলার নিষ্পত্তির ডেডলাইন বেঁধে দিয়েছে শীর্ষ আদালত৷
একই সঙ্গে প্রয়োজন হলে বাড়তি শুনানি চলবে বলে জানানো হয়েছে, এমনকি ছুটির দিনেও আদালত বসিয়ে দ্রুত মামলা শেষ করতে চাইছে শীর্ষ আদালত৷ এমনকি মধ্যস্থতার প্রক্রিয়া চালু থাকবে বলে জানিয়েছেন বিচারপতি রঞ্জন গগৈর৷ অযোধ্যা মামলার প্রধান দুই পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ড ও নির্মহী আখড়া৷ প্রথম থেকেই এই দুই দলের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা হয়েছিল কিন্তু কোনও পক্ষই সহমত পোষণ করেনি৷ তাই এবার দীর্ঘ তিন দশক ধরে ছাড়া অযোধ্যা মামলার নিষ্পত্তি করতে তত্পর হচ্ছে সুপ্রিম কোর্ট৷