বাংলাহান্ট ডেস্ক : রামনবমীর (Ramnavami) দিন একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাওড়া (Howrah) শিবপুর সংলগ্ন এলাকায়। এই বিষয়ে সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে একটি ভিডিও সামনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিওতে (Video) দেখা যাচ্ছে এক যুবকের কাছে রয়েছে পিস্তল। রামনবমীর মিছিলে কেন পিস্তল এল এই নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক।
অভিষেক (Abhishek Banerjee) বলেছেন, সংবাদমাধ্যমে যে ফুটেজ সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে রামনবমীর মিছিলে কোমরে বন্দুক নিয়ে মিছিল করছে এক যুবক। অভিষেকের প্রশ্ন, এটা কি ধরনের শোভাযাত্রা? উগ্রভাবে ডিজে বাজিয়ে রাম কে কি স্মরণ করা যায়? প্রশ্ন অভিষেকের। এর সাথে অভিষেকের বক্তব্য, বাংলায় এমন পরিস্থিতি আগে দেখা যায়নি।
সবাইকে আশ্বস্ত করে তিনি বলেছেন, চিন্তা করবেন না। যারা অনৈতিকভাবে মানুষের উপর আক্রমণ করেছে তাদের কাউকে ছাড়া হবে না। অভিষেকের সুরে সুর মিলিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, অন্নপূর্ণা পুজো করি, বাসন্তী পুজো করি আমরা। রাম নবমী করি। কিন্তু রাম কখনও বন্দুক, তলোয়ার নিয়ে রাস্তায় নামেননি। যারা নাটের গুরু তাদের ধরতে হবে। তারা ক্রিমিনালের মাথা।
মমতা ও অভিষেকের এই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, ভাইপো ছবি দেখিয়েছে। যার হাতে পিস্তল দেখা গেছে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক। তাতে কোনও আপত্তি নেই বিজেপির। স্পষ্টভাবে সাংবাদিকদের বিরোধী দলনেতা বলেছেন, আগুন লাগানোর কাজ আমাদের লোকেরা করে না। মিছিলে কেউ পিস্তল নিয়ে এলে তাকে সমর্থন করি না। এরই সাথে তার প্রশ্ন, কোথায় বলা আছে যে মিছিলে জয় শ্রীরাম বলা যাবে না?
অন্যদিকে, অভিষেক এদিন বলেন, ওই মিছিলের কোনও অনুমতি ছিল না। এই বিষয়ে তিনি কাগজ তুলে দেখান সাংবাদিকদের। তবে শুভেন্দু অধিকারীও পাল্টা কাগজ দেখিয়ে একাধিকবার দাবি করেন যে এই মিছিলের অনুমতি ছিল। শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করছেন। এটা কোনও রাজনৈতিক দলের কর্মসূচি ছিল না। এই কর্মসূচির আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ সহ আরও কয়েকটি সংগঠন।